জীবন বিজ্ঞান

বর্ণতা কাকে বলে

বর্ণতা কাকে বলে

যে বিশেষ অভিযােজনের সাহায্যে প্রাণীরা তাদের পরিবেশের বর্ণ অনুকরণ করে নিজেদের দেহের বর্ণ তৈরি করার মাধ্যমে আত্মরক্ষার ব্যবস্থা করে সেই বিশেষ অভিযােজনকে বর্ণতা বলা হয় । এই ব্যবস্থা শিকার এবং শিকারি উভয়ের ক্ষেত্রেই লাভদায়ক হতে পারে । বর্ণতা অভিযােজনপ্রাকৃতিক নির্বাচনের মাধ্যমেই নির্বাচিত । তাই এটিও জৈব বিবর্তনের নিদর্শন । 

প্রাণীদের বর্ণের শ্রেণীবিভাগ

পলটন ( Paulton , 1889 ) প্রাণীদের পাঁচপ্রকার বর্ণের কথা বলেন । যেমন— 

( i ) অ্যাপাটিকটিক বর্ণ ( Apatictic ) : এতে প্রাণী তার পরিবেশের বর্ণ অনুকরণ করে । 

( ii ) এপিগ্যামিক বর্ণ ( Epigamic ) : প্রাণীরা যৌন মিলনের জন্য এ ধরনের বর্ণ ধারণ করে । 

( iii ) সেমাটিক ( Sematic ) : অন্য প্রাণীকে ভয় দেখার জন্য কোনাে কোনাে প্রাণী এরূপ বর্ণ গ্রহণ করে । 

( iv ) ক্রিটিক ( Cryptic ) : নিজেকে লুকিয়ে রাখার জন্য কোনাে কোনাে প্রাণী এরূপ বর্ণ নেয় । 

( v ) সিউডাে অ্যাপােসেমাটিক ( Pseudoaposematic ) : এতে দুটি প্রাণীর মধ্যে অনুকরণ ছাড়াই বর্ণের সাদৃশ্য ঘটে থাকে ।

বর্ণতার তাৎপর্য 

অনুকৃতির মতাে বর্ণ জিন দ্বারা নিয়ন্ত্রিত অভিযােজিত বৈশিষ্ট্য । প্রাণীরা যাতে প্রকৃতিতে বেঁচে থাকতে পারে তার জন্য কোনাে কোনাে প্রাণী যেমন অনুকরণ করে তেমনি অনেক প্রাণী বিভিন্ন সময়ে তাদের বর্ণ পরিবর্তন করে থাকে ।

error: Content is protected !!