জীবন বিজ্ঞান

মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা

মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা

দুজোড়া বিপরীত লক্ষণযুক্ত একই প্রজাতির দুটি বিশুদ্ধ জীবের মধ্যে পরনিষেক বা সংকরায়ণ ঘটানাের পদ্ধতিকে দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস বলে । 

দ্বিসংকর জনন পরীক্ষায় মেন্ডেল বিশুদ্ধ বৈশিষ্ট্য যুক্ত মসৃণ গােল ও হলুদ বর্ণের বীজযুক্ত ( RRYY ) মটরগাছের সঙ্গে বিশুদ্ধ বৈশিষ্ট্যের কুঞ্চিত গােল ও সবুজ বর্ণের বীজযুক্ত ( rryy মটরগাছের মধ্যে পরনিষেক ঘটান । এর ফলে প্রথম অপত্য জনু বা F1 জনুতে উৎপন্ন সকল মটরগাছই মসৃণ গােল ও হলুদবর্ণের বীজযুক্ত ( RrYy ) হয় অর্থাৎ মসৃণ গােল আকার ও হলুদ বর্ণ মটরগাছের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য এবং কুঞ্চিত গােলাকার ও সবুজ বর্ণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য । এরপর প্রথম অপত্যবংশে উৎপন্ন মটর গাছগুলির মধ্যে স্বপরাগযােগ ঘটান এবং লক্ষ করেন দ্বিতীয় অপত্য বংশে উৎপন্ন মটরগাছগুলির মধ্যে 9 ভাগ মসৃণ গােলাকার ও হলুদ বর্ণের বীজযুক্ত মটরগাছ , 3 ভাগ মসৃণ গােলাকার ও সবুজ বর্ণের বীজযুক্ত মটরগাছ 3 ভাগ কুঞ্চিত গােলাকার ও হলুদ বর্ণের বীজযুক্ত মটরগাছ , 1 ভাগ কুঞ্চিত গােলাকার ও সবুজ বর্ণের বীজযুক্ত মটরগাছ উৎপন্ন হয়েছে । নিম্নে ছকের সাহায্যে দ্বিসংকর জননের ফিনােটাইপ এবং জিনােটাইপ অনুপাত ব্যাখ্যা করা হল –

ক্রমিক সংখ্যাফিনোটাইপজিনোটাইপজিনোটাইপগত অনুপাতফিনোটাইপগত অনুপাত
1হলুদ মসৃণYYRR YYRr YyRR YyRr1 2 2 49
2হলুদ কুঞ্চিতYYrr Yyrr1 23
3সবুজ মসৃণyyRR yyRr1 23
4সবুজ কুঞ্চিতyyrr11

যদি দ্বিসংকর জননের দুটি পৃথক চরিত্রের প্রতিটি চরিত্র অর্থাৎ মসৃণ গোলাকার ও কুঞ্চিত গোলাকার এবং হলুদ ও সবুজ বর্ণ যদি পৃথক ভাবে গণনা করা যায় , তাহলে দেখা যাবে যে এক্ষেত্রে একসংকর জননের সূত্র অনুসৃত হয়েছে— 

মসৃণ গোলাকার
কুঞ্চিত গোলাকার
9 + 3 = 12
3 + 1 = 4
3 : 1
হলুদ বর্ণ
সবুজ বর্ণ
9 + 3 = 12
3 + 1 = 4
3 : 1

যদি দ্বি সংকর জননের দুটি চরিত্রের মধ্যে প্রতিটি চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীত বৈশিষ্ট্য , অন্য জোড়া বিপরীত বৈশিষ্ট্যের থেকে স্বাধীন ভাবে বংশানুক্রমে সঞ্চারিত হয় , তাহলেও গানিতিক নিয়মে F2 জনুর দ্বি সংকর জননের ফিনােটাইপগত অনুপাত হবে 3 : 1 x 3 : 1 = 9 : 3 : 3 : 1 

মেন্ডেলের সিদ্ধান্ত 

দ্বিসংকর জননের পরীক্ষা থেকে মেন্ডেল নিম্নলিখিত সূত্রটি উপস্থাপন করেন স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন বন্টনের সূত্রবা মুক্ত সঞ্চারণ সূত্র ( Law of Independent Assortment ) ।

একই প্রজাতির একাধিক জোড়া বিপরীতধর্মী লক্ষণবিশিষ্ট দুটি জনিতৃ জীবের মধ্যে ক্রসের ফলে প্রথম অপত্য জনুতে বিকল্প লক্ষণের ফ্যাক্টর বা উপাদানগুলি একত্রিত হলেও তারা মিশ্রিত তাে হয়ই না , পরন্তু অপত্যের জননকোশ বা গ্যামেট গঠনকালে একটি জোড়ের যে কোনাে উপাদান বিপরীত জোড়ের যে কোনাে উপাদানের সহিত সম্ভাব্য সকল সমন্বয়ে স্বাধীনভাবে মিলিতও হয় ।

error: Content is protected !!