মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে কেন নির্বাচন করেছিলেন
মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে কেন নির্বাচন করেছিলেন
মেন্ডেল প্রধানত মটরগাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যর কারণে পরীক্ষার জন্য এই গাছকে নির্বাচন করেন ㅡ
( i ) মটরগাছ একবর্ষজীবী হওয়ায় , অল্প সময়েই পরীক্ষার ফল জানা সম্ভব ।
( ii ) মটর ফুল উভলিঙ্গ হওয়ায় স্বপরাগী হয় , ফলে বাইরে থেকে কোনাে চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যাবার সম্ভাবনা কম । এবং এই কারণেই বংশ পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত খাঁটি অপত্য উৎপাদনে মটরগাছ সক্ষম ।
( iii ) মটরগাছে একাধিক সুস্পষ্ট তুলনামূলক বংশগত বৈশিষ্ট্য দেখা যায় , যার মধ্যে অন্তত সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যর স্থায়িত্ব অনস্বীকার্য ।
( iv ) ফুলগুলি আকারে বড় হওয়ায় অতি সহজেই পরনিষেক ঘটানাে সম্ভব ।
( v ) সংকরায়ণের ফলে উৎপন্ন সংকর উদ্ভিদগুলি সম্পূর্ণরূপে জননক্ষম এবং নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে ।
মটর গাছের কোন কোন বৈশিষ্ট্যগুলো মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য বিবেচনা করেছিলেন
মেন্ডেল নিম্নলিখিত সাত জোড়া বিকল্প বৈশিষ্ট্যকে তার পরীক্ষার অন্তর্ভুক্ত করেন ।
( 1 ) কাণ্ডের উচ্চতা লম্বা ( Tall ) ও খর্বাকৃতি ( Dwarf ) ।
( 2 ) ফুলের রং রঙিন ( লাল ) ও সাদা ।
( 3 ) ফুলের অবস্থান কাক্ষিক ( Axillary ) ও শীর্ষদেশীয় ( Terminal ) ।
( 4 ) কাঁচা খুঁটির রং হলুদ ও সবুজ ।
( 5 ) পরিপক্ক খুঁটির আকার স্ফীত ( Inflated ) ও সঙ্কুচিত ( Constricted ) ।
( 6 ) বীজপত্রের রং হলুদ ও সবুজ ।
( 7 ) বীজের আকার— সুগােল ( Round ) ও কুঞ্চিত ( Wrinkled ) ।
মেন্ডেলের সাফল্যের কারণ
বংশগত বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সারণের পদ্ধতি জানার জন্য মেন্ডেলের পূর্বে অনেকেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেও মেন্ডেলই প্রথম সাফল্যলাভ করেন । মেন্ডেলের সাফল্য লাভের পিছনে যে কারণগুলি বর্তমান সেগুলি হল—
( ক ) সংখ্যায় বেশি অপত্য নিয়ে তাদের উৎপত্তির গাণিতিক সম্ভাব্যতা বিশ্লেষণ করে মতবাদ তৈরি করা ।
( খ ) সকল বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা না করে একটি বা দুটি বৈশিষ্ট্যকে পরীক্ষার জন্য নির্বাচন করা ।
( গ ) একই চরিত্রের বিপরীতধর্মী বৈশিষ্ট্যে নিয়ে তিনি পরীক্ষা করেন ।
( ঘ ) মেন্ডেল শুধুমাত্র সংকরায়ণ পদ্ধতিতে সৃষ্ট অপত্যের বৈশিষ্ট্যর ওপর নির্ভর করেই তাঁর মতবাদ প্রতিষ্ঠা করেন ।
( ঙ ) সর্বোপরি মেন্ডেলের কৃতকার্যের মূল কারণ হল — মেন্ডেল দ্বারা নির্বাচিত মটরগাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য বা চোদ্দোটি বৈশিষ্ট্যের প্রত্যেকটিই আলাদা ক্রোমােজোমে অবস্থিত ছিল ।