মেন্ডেলের বংশগতির সূত্র

মেন্ডেলের বংশগতির সূত্র

মেন্ডেলের সূত্রগুলি হল— ( i ) পৃথকীভবনের সূত্র ( এক সংকর জনন থেকে প্রাপ্ত ( ii ) স্বাধীন বিন্যাসের সূত্র ( দ্বি-সংকর জনন থেকে প্রাপ্ত ) ।

পৃথক ভবন সূত্র 

জনিতৃ জনু থেকে একই চরিত্রের বিপরীত বৈশিষ্ট্যের উপাদান বা ফ্যাক্টর অপত্য জনুতে একত্রিত হলেও , তারা কখনও মিশ্রিত হয় না , বরং জননকোশ গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর পৃথক হয়ে যায় এবং এক একটি জননকোশ এক একটি বৈশিষ্ট্যের উপাদান বা ফ্যাক্টর লাভ করে । 

স্বাধীন বিন্যাসের সূত্র

জনিতৃ জনু থেকে একাধিক বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য বা উপাদান অপত্য জনুতে একত্রিত হলেও জননকোশ গঠনকালে যুগ্ম বৈশিষ্ট্যগুলি শুধুমাত্র পরস্পর পৃথকই হয় না । পরন্তু প্রতিটি উপাদান বা বৈশিষ্ট্য স্বাধীনভাবে সম্ভাব্য সকল সমন্বয়ে যে কোনাে বিপরীত উপাদানের সঙ্গে সঞ্চারিত হতে পারে ।

error: Content is protected !!