অযৌন জনন ও যৌন জননের পার্থক্য

অযৌন জনন ও যৌন জননের পার্থক্য

অযৌন জনন ও যৌন জননের মধ্যে পার্থক্য গুলি হলㅡ

অযৌন জনন :

( i ) অযৌন জনন সরল প্রক্রিয়া , শুধুমাত্র একটি জীবের প্রয়ােজন হয় । 

( ii ) অযৌন জনন প্রধানত রেণু উৎপাদন এবং কোশ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় । 

( iii ) অযৌন জননে উৎপন্ন অপত্য জীব , জনিতৃ জীবের সমগুণসম্পন্ন হয় । 

( iv ) উৎপন্ন অপত্য জীবের সংখ্যা অযৌন জননে অনেক বেশি । 

( v ) উৎপন্ন অপত্য জীবদের মধ্যে অভিব্যক্তির বিকাশ ঘটা অযৌন জননে সম্ভব নয় ।

যৌন জনন :

( i ) যৌন জনন জটিল প্রক্রিয়া , দুটি জীবের প্রয়ােজন হয় । 

( ii ) যৌন জনন প্রক্রিয়া দুটি ভিন্ন প্রকৃতির জননকোশ বা গ্যামেটের মিলনের ফলে সম্পন্ন হয় । 

( iii ) যৌন জননে উৎপন্ন অপত্য জীব সম্পূর্ণভাবে জনিতৃ জীবদ্বয়ের মতাে হয় না । 

( iv ) উৎপন্ন অপত্য জীবের সংখ্যা যৌন জননে অপেক্ষাকৃত অনেক কম হয় । 

( v ) উৎপন্ন অপত্য জীবেদের মধ্যে অভিব্যক্তির বিকাশ ঘটা যৌন জননে সম্ভব ।

error: Content is protected !!