জীবন বিজ্ঞান

অঙ্গজ জনন ও অযৌন জননের পার্থক্য

অঙ্গজ জনন ও অযৌন জননের পার্থক্য 

অঙ্গজ জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য গুলি হলㅡ

অঙ্গজ জনন :

( i ) দেহের বিভিন্ন অংশ থেকেই অঙ্গজ জনন প্রক্রিয়ায় নতুন জীবের সৃষ্টি হয় । 

( ii ) অঙ্গজ জনন সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে প্রযােজ্য । 

( iii ) এই জনন প্রক্রিয়ায় কোনাে জনন একক গঠিত হয় না , শুধুমাত্র কোশ বিভাজন দ্বারাই ঘটে । 

( vi ) কৃত্রিম উপায়ে অঙ্গজ জনন ঘটানাে যায় । 

( v ) অঙ্গজ জননের পূর্বে বা পরে কখনােই মিয়ােসিস কোষবিভাজন ঘটে না । 

( vi ) এই জনন প্রক্রিয়ায় জনিতৃ এবং অপত্য জীব একই পরিবেশে জন্মায় ।

অযৌন জনন :

( i ) দেহের নির্দিষ্ট অঙ্গ থেকে অযৌন জনন প্রক্রিয়ায় নতুন জীব সৃষ্টি হয় । 

( ii ) অযৌন জনন উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রেই প্রযােজ্য । 

( iii ) এই জনন প্রক্রিয়ায় জনন একক বা রেণু বা স্পাের গঠিত হয় । 

( iv ) কৃত্রিম উপায়ে অযৌন জনন ঘটানাে যায় না । 

( v ) উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননে রেণু সৃষ্টির পূর্বে মিয়ােসিস কোশ বিভাজন ঘটে । 

( vi ) এই জনন প্রক্রিয়ায় জনিতৃ এবং অপত্য জীব একই পরিবেশে নাও জন্মাতে পারে ।

error: Content is protected !!