অপুংজনি কাকে বলে
Contents
অপুংজনি কাকে বলে
নিষেক ব্যতীত অর্থাৎ অনিষিক্ত ডিম্বাণু বৃদ্ধি পেয়ে নতুন জীব সৃষ্টি করার পদ্ধতিকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস বলে । উদাহরণ : মৌমাছি , বোলতা , পিঁপড়ে ।
অপুংজনির প্রকারভেদ
অপুংজনি চার ভাগে বিভক্ত , যথা一
প্রাকৃতিক অপুংজনি :
প্রাকৃতিক উপায়ে অনিষিক্ত ডিম্বাণু হতে অপত্য সৃষ্টির পদ্ধতিতে প্রাকৃতিক অপুংজনি বা প্রাকৃতিক পারথেনোজেনেসিস বলে । কাকমাছি , তামাক প্রভৃতি উদ্ভিদ এবং মৌমাছি , বােলতা , রটিফার প্রভৃতি প্রাণীতে প্রাকৃতিক অপুংজনি পরিলক্ষিত হয় ।
কৃত্রিম অপুংজনি :
তাপ , বিদ্যুৎ , রাসায়নিক পদার্থ , অতিবেগুনি রশ্মি প্রভৃতি উদ্দীপকের মাধ্যমে কৃত্রিমভাবে অনিষিক্ত ডিম্বাণু হতে অপত্য সৃষ্টির পদ্ধতিকে কৃত্রিম অপুংজনি বা কৃত্রিম পারথেনোজেনেসিস বলে । অঙ্গুরীমাল , কম্বােজ , কণ্টকত্বক প্রভৃতি প্রাণীতে কৃত্রিম অপুংজনি ঘটানাে হয় ।
হ্যাপ্লয়েড অপুংজনি :
যে অপুংজনিতে অনিষিক্ত হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টি হয় , তাকে হ্যাপ্লয়েড অপুংজনি বা হ্যাপ্লয়েড পারথেনোজেনেসিস বলে । উদা : বােলতা , মৌমাছি ।
ডিপ্লয়েড অপুংজনি :
যে অপুংজনিতে অনিষিক্ত ডিপ্লয়েড ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টি হয় , তাকে ডিপ্লয়েড অপুংজনি বা ডিপ্লয়েড পারথেনোজেনেসিস বলে । উদা : নেমারটিস , ডাফনিয়া ।