জীবন বিজ্ঞান

বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী কেন

বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী কেন

বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ একমুখী অর্থাৎ সৌরশক্তি উৎপাদকের দেহে সংশ্লেষিত খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং বিভিন্ন শ্রেণির খাদকদের মধ্যে স্থানান্তরিত হয় । এই স্থানান্তরিত শক্তিকে উৎপাদক পুনরায় খাদকদের কাছ থেকে সংগ্রহ করতে পারে না বা উৎপাদকের দেহে আবদ্ধ সৌরশক্তির রূপান্তর স্থৈতিক শক্তিকে পুনরায় সৌরশক্তিতে পরিণত করতে পারে না ।

এছাড়া এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে শক্তির স্থানান্তরণের সময় তাপশক্তিরূপে রূপান্তরিত সৌরশক্তির যে অংশ পরিবেশে নির্গত হয় , সেই শক্তির পুনরায় জীবদেহে ফিরে আসে না অর্থাৎ বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ চক্রাকারে আবর্তিত হয় না ।

error: Content is protected !!