বন্যপ্রাণী কাকে বলে
Contents
বন্যপ্রাণী কাকে বলে
সাধারণত যে সকল প্রাণী মানুষের ওপর নির্ভর না করে বন বা অরণ্যে জীবনযাপন করে , তাদের বন্যপ্রাণী বলে ।
বন্যপ্রাণী ধ্বংসের কারণ
বিভিন্ন বন্যপ্রাণীর বিলুপ্তির বা লুপ্ত বা লুপ্তপ্রায় হওয়ার উল্লেখযােগ্য কারণগুলি হল—
( i ) চাষযােগ্য জমির বৃদ্ধি , রাস্তাঘাট , ঘরবাড়ি নির্মাণের জন্য নির্বিচারে বনের গাছপালা কেটে ফেলায় বন্যপ্রাণীর বাসস্থানের অভাব ঘটছে এবং কালক্রমে বন্যপ্রাণীর অবলুপ্তি ঘটেছে ।
( ii ) বন্যপ্রাণী অবলুপ্তির অন্যতম প্রধান কারণ হল — নখ , খুর , দাঁত , পালক ইত্যাদি থেকে মানুষের বিলাসব্যাসনের সামগ্রী তৈরি হওয়ায় সহজে অনেক বেশি উপার্জনের জন্য চোরাশিকারিরা এদের নির্বিচারে হত্যা করছে ।
বন্যপ্রাণী সংরক্ষণ কাকে বলে
যে পদ্ধতিতে বন্যপ্রাণীকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাহায্যে সুপরিকল্পিত ভাবে ব্যবহার করা হয় এবং অপব্যবহার ও ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয় , তাকে বন্যপ্রাণী সংরক্ষন বলা হয় ।
বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্য বা প্রয়ােজনীয়তা
বন্যপ্রাণী সংরক্ষণের প্রধান উদ্দেশ্যগুলি হল—
( i ) বন্যপ্রাণী সংরক্ষণের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা এবং খাদ্যশৃঙ্খল বজায় রাখা ।
( ii ) লুপ্তপ্রায় বন্যপ্রাণীদের অস্তিত্ব রক্ষা করা ।
( iii ) মানুষের প্রয়ােজনীয় প্রাণীজ সম্পদের ( যথা — মধু , মােম ) সরবরাহ অক্ষুন্ন রাখা ।
( iv ) বন্যপ্রাণী সংরক্ষণের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে একদিকে যেমন মানব সমাজকে নির্মল আনন্দদানের ব্যবস্থা করা , অন্যদিকে তেমনি পর্যটন ব্যবস্থার প্রসার ঘটিয়ে উপার্জনের সম্ভাবনা বৃদ্ধি করা ।
( v ) প্রাণীবিজ্ঞান এবং চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন গবেষণার জন্য বন্যপ্রাণীদের ব্যবহার করার উদ্দেশ্যে বন্যপ্রাণী সংরক্ষণ প্রয়ােজন ।
বন্যপ্রাণী সংরক্ষণের পদ্ধতি
বন্যপ্রাণী সংরক্ষণের জন্য যে সকল পদ্ধতি সমস্ত দেশেই প্রচলিত সেগুলি হল—
( i ) বন্যপ্রাণীদের নিরুপদ্রব বাসস্থান যথা — জাতীয় বনভূমি , অভয়ারণ্য , সংরক্ষিত অরণ্য প্রভৃতি প্রতিষ্ঠা করে বন্যপ্রাণীদের বংশবিস্তার সুনিশ্চিত করা ।
( ii ) অকারণে বন্যপ্রাণী হত্যা বন্ধ করার জন্য কঠোর আইন প্রণয়ন করা ।
( iii ) বন্যপ্রাণীদের খাদ্যের এবং জলের অভাব যাতে না হয় সেদিকে লক্ষ রাখা ।
( iv ) বন্যপ্রাণী সংরক্ষিত বনাঞ্চলের কাছে কলকারখানা স্থাপন বন্ধ করা ।
( v ) লুপ্তপ্রায় প্রাণীদের তালিকা প্রস্তুত করা এবং ওদের শিকার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা ।
( vi ) জনগণকে বন্যপ্রাণীদের গুরুত্ব সম্পর্কে অবহিত করা ।