জরায়ুজ অঙ্কুরোদগম কাকে বলে

জরায়ুজ অঙ্কুরোদগম কাকে বলে

লবণাক্ত মৃত্তিকা অঙ্কুরোদগমের উপযােগী নয় বলে , এই মৃত্তিকায় বসবাসকারী উদ্ভিদের বীজের অঙ্কুরোদগম ফলের মধ্যেই উদ্ভিদের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় হয় , এই প্রকার অঙ্কুরােদগমকে জরায়ুজ অঙ্কুরোদগম বলে । যেমন – সুন্দরী

এই প্রকার অঙ্কুরোদগমে প্রথমে ফল ভেদ করে বীজের ভ্রূণ মূল অংশ বেরিয়ে আসে তারপর বীজ পত্রাবকাণ্ড বেরিয়ে স্ফীত হয়ে গদার আকৃতি ধারণ করে এবং ফলসহ অঙ্কুরিত বীজটি উদ্ভিদ থেকে বিচ্যুত হয় এবং বীজপত্রাবকাণ্ড সহ ভ্রূণমূল মাটিতে গেঁথে যায় এবং ভ্রূণমুকুল অংশ মাটির ওপরে থাকে । 

error: Content is protected !!