শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে

শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে

সমুদ্র তীরবর্তী অঞ্চলের মৃত্তিকাতে NaCl , MgSO4 , MgCI2 প্রভৃতি লবণ অত্যধিক পরিমাণে থাকে । অতিরিক্ত লবণ দ্রবীভূত থাকায় এই মৃত্তিকার জলের অভিস্রবণ চাপ বেশি হয় , ফলে উদ্ভিদ সহজে এই লবণাক্ত জল শােষণ করতে পরে না , এছাড়াও এই জল শারীরবৃত্তীয় কাজেও বিশেষ উপযােগী নয় বলে , এই মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে ।

শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকার উদাহরণ :

সুন্দরবন অঞ্চলের জোয়ার ভাটার জলে সিক্ত অংশের মৃত্তিকা ।

error: Content is protected !!