জীবন বিজ্ঞান

ক্যাকটাসের অভিযোজন

Contents

ক্যাকটাসের অভিযোজন

IMG ২০২১০৭১২ ১০৩২২৭1
ক্যাকটাসের অভিযোজন

শুষ্ক অঞ্চলে বসবাসকারী ক্যাকটাস একটি অন্যতম জাঙ্গল উদ্ভিদ । ক্যাকটাস বিভিন্ন প্রকারের হয় । যেমন — ফণীমনসা , মুলেনবেকিয়া , তেসিরামনসা প্রভৃতি । বহুবর্ষজীবী , গুল্মজাতীয় ক্যাকটাসের দেহে নিম্নলিখিত অভিযােজনগুলি দেখা যায়— 

মূল : 

( i ) শুষ্ক মৃত্তিকায় জন্মানােয় মাটির অনেক গভীর থেকে জল শােষণ করতে হয় বলে এদের মূলতন্ত্র লম্বা , দৃঢ় , সুগঠিত এবং শাখাপ্রশাখা যুক্ত হয় । 

( ii ) মূলে মূলত্র এবং মূলরােম থাকে । 

কাণ্ড : 

( i ) ক্যাকটাসের কাণ্ড খর্বকায় , সবুজ , চ্যাপটা , রসালাে এবং সালােকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সংশ্লেষ করতে সক্ষম । এই প্রকার কাণ্ডকে পর্ণকান্ড বলে । 

( ii ) বাষ্পমােচনের হার কমানাের জন্য কাণ্ডের ত্বকে পুরু কিউটিকল বা মােমজাতীয় পদার্থের আস্তরণ থাকে । 

( iii ) কাণ্ডে জল সঞ্চয়ী কলার উপস্থিতি দেখা যায় । 

( iv ) কাণ্ডের সংবহন কলা এবং যান্ত্রিককলা অত্যন্ত সুগঠিত । 

( v ) আত্মরক্ষার জন্য কাণ্ডে বিষাক্ত তরুক্ষীর থাকে । 

( vii ) কাণ্ডের ত্বকের গভীরে কাণ্ডের রন্ধ্রগুলি অবস্থান করে । রন্ধ্রের এইরূপ অবস্থান বাম্পমােচনের হার হ্রাস করে । 

পাতা : 

( i ) বাষ্পমােচন রােধ করার জন্য পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়েছে এবং পত্ৰত্বক পুরু কিউটিকল বা মােমজাতীয় পদার্থ দ্বারা আবৃত । 

( ii ) পাতার কণ্টকে রূপান্তর এই জাতীয় উদ্ভিদকে আত্মরক্ষায় সাহায্য করে । 

( iii ) পাতার নিম্নত্বকের গভীরে পত্ররন্ধ্রগুলি নিমজ্জিত থাকে ।

error: Content is protected !!