ইন সিটু সংরক্ষণ কাকে বলে
ইন সিটু সংরক্ষণ কাকে বলে
জীব যে প্রাকৃতিক পরিবেশে বসবাস করছে সেই পরিবেশেই তাদের সংরক্ষণকে ইন সিটু সংরক্ষণ বলা হয় ।
ইন সিটু সংরক্ষণের উদাহরণ :
জলদাপাড়া অভয়ারন্যের গণ্ডার , সুন্দরবনের বাঘ , সুন্দরবনের সুন্দরী , গরান প্রভৃতি গাছের সংরক্ষণের জন্য জলদাপাড়া এবং সুন্দরবনকে সংরক্ষণ করা ।
ইন সিটু সংরক্ষণের উপযােগিতা
( 1 ) প্রাণী ও উদ্ভিদ নিজস্ব পরিবেশে থাকার ফলে তাদের অভিযােজনজনিত সমস্যা থাকে না ।
( 2 ) পরিবেশের ভারসাম্য বজায় থাকায় খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে না ।
( 3 ) এইরূপ সংরক্ষণের জন্য অভয়ারন্য , জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনভূমি তৈরি করা সুবিধাজনক । ইন সিটু সংরক্ষণের জন্য আমাদের দেশে 13 টি বায়ােস্ফিয়ার রিজার্ভ , 447 টি অভয়ারন্য এবং 83 টি জাতীয় উদ্যান তৈরি করা হয়েছে । এছাড়া পশ্চিমঘাট পর্বতালের কিছু অংশ এবং উত্তর পূর্ব হিমালয়ের কিছু অংশের বনাঞ্চলকে বায়োডাইভারসিটি হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে । এই সকল হটস্পটে বহু দূর্লভ উদ্ভিদ এবং প্রাণী প্রাকৃতিক পরিবেশে বেঁচে আছে ।