জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলে কেন

জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলে কেন 

বৃক্ক মেরুদণ্ডী প্রাণীদের বর্জবস্তু উৎপাদনের প্রধান কেন্দ্র । দেহের সমস্ত রক্ত বৃক্কের মাধ্যমে প্রবাহিত হবার সময়ে রক্ত থেকে বর্জ্য বস্তু বৃক্কের গঠন একক নেফ্রনের সাহায্যে মূত্রে পরিণত হয় এবং পরে তা দেহ থেকে নিষ্কাশিত হয় । এইভাবে বৃক্ক মানুষসহ অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের দেহকে বর্জ্য বস্তুর কুপ্রভাব থেকে মুক্ত রাখে । অনুরূপ আমাদের দেশের শহর এবং গ্রামে ছড়িয়ে থাকা ছােটো বড়াে বদ্ধ জলাশয়ে পরিবেশের নানাপ্রকার বর্জ্য বস্তু সঞ্চিত হয়ে পরিবেশে শােধিত হয়ে থাকে , তাই জলাভূমিকে প্রকৃতির বৃক্ক ( Nature’s kidney ) বলা হয় । 

error: Content is protected !!