অ্যাসিড বৃষ্টি কাকে বলে

Contents

অ্যাসিড বৃষ্টি কাকে বলে

index 1
অ্যাসিড বৃষ্টি কাকে বলে

স্বাভাবিক বৃষ্টিপাতের জলের pH মাত্রা 6 এবং 7 এর মধ্যে থাকে । কোন কারণে এই pH মাত্রা 5.6 এর নীচে নেমে গেলে সেই বৃষ্টিপাতকে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি ( acid rain ) বলে ।

অ্যাসিড বৃষ্টির কারণ

অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির কারণগুলি হলㅡ

বৃষ্টির জলে নাইট্রিক অ্যাসিড ( HNO₃ ) , সালফিউরিক অ্যাসিড ( H₂SO₄ ) এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ( HCl ) যুক্ত থাকলে জলের অম্লত্ব সৃষ্টি হয় । এছাড়া কার্বোনিক অ্যাসিডও অম্লত্ব বৃদ্ধি করে । তবে এটি দূর্বল অ্যাসিড তাই অম্লত্ব বৃদ্ধির জন্য অধিক পরিমাণে দরকার হয় । হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎস প্রাকৃতিক পরিবর্তন এবং মানুষের ক্রিয়াকলাপ । অম্লবৃষ্টির বিভিন্ন অ্যাসিড নিম্নরূপ রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় ㅡ

( ক ) নাইট্রিক অ্যাসিড : ( HNO₃ ) 

NO + O₃ → NO₂ + O₂ 

NO₂ + O₂ → NO₃ + O₂

NO₂ +  NO₃ → N₂O5

N₂O5 + H₂O → 2HNO₃ ( নাইট্রিক অ্যাসিড ) 

( খ ) সালফিউরিক অ্যাসিড : ( H₂SO₄  )

2SO₂ + O₂ → 2SO₃ 

SO₃ + H₂O → H₂SO₄ ( সালফিউরিক অ্যাসিড ) 

** অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টির জন্য শতকরা 60-70 ভাগ দায়ী H₂SO₄ 

অ্যাসিড বৃষ্টি সৃষ্টিতে মানুষের ক্রিয়াকলাপ 

বায়ুমণ্ডলে অম্ল বা অ্যাসিড সৃষ্টি কিন্তু মানুষের কৃতকর্মের ফল । এই অ্যাসিড বৃষ্টি H₂SO₄ এবং HNO₃ – র সম্মিলিত ফল । এতে H₂SO₄ এর অংশ 60-70 % এবং HNO₃ – র অংশ 40-30 % । অবৈজ্ঞানিক এবং অতিদ্রুত শিল্পায়নের ফলেই অম্ল বৃষ্টির পরিমাণও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে । অম্ল বৃষ্টি পুরােপুরি বিশ্বব্যাপী সমস্যায় পরিণত হয়েছে কারণ প্রতিবছর সমগ্র পৃথিবী থেকে বেশ কয়েক মিলিয়ন টন SO₂ এবং NO₃ বায়ুমণ্ডলে মিশছে । শুধু তাই নয় এই সব গ্যাসের অক্সাইড বহুদূর পর্যন্ত ছড়াচ্ছে এবং বায়ুমণ্ডলে পরিভ্রমণের সময় নানা রকম ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে আরও ক্ষতিকারক পদার্থের সৃষ্টি করছে । 

অ্যাসিড বৃষ্টির ফলাফল 

আগামী দিনে অ্যাসিড বৃষ্টি নানাপ্রকার জটিল সমস্যার সৃষ্টি করবে যার ফল হবে সুদূরপ্রসারী । অ্যাসিড বৃষ্টি  বা অম্লবৃষ্টির প্রভাবে যা ঘটবে—

( 1 ) মাটির অম্লত্ব বৃদ্ধি পাবে । 

( 2 ) উদ্ভিদ এবং প্রাণীর ওপর এর প্রভাব সুস্পষ্ট হবে । 

( 3 ) পুকুর ও হ্রদের জলের অম্লত্ব বৃদ্ধি পাবে , ফলে জলজ জীবের বেঁচে থাকার সমস্যা হবে । 

( 4 ) শস্যের উৎপাদন হ্রাস পাবে । 

( 5 ) মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব সৃষ্টি করবে । 

( 6 ) বাড়ি-ঘর , মূর্তি , মনুমেন্ট , লােহা বা স্টিলের রেলিং , ব্রিজ প্রভৃতির দ্রুত ক্ষয়সাধন করবে । 

অ্যাসিড বৃষ্টির প্রতিকার 

অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টির প্রতিকারের উপায়গুলি হল —

( 1 ) তাপবিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প কারখানা থেকে NO₃ এবং SO₂ গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ করা । 

( 2 ) জীবাশ্ম জ্বালানির বিকল্প ব্যবস্থা গড়ে তােলা ।

error: Content is protected !!