ভূগোল

গ্রীন হাউস প্রভাবের ফলাফল ও নিয়ন্ত্রণ

গ্রীন হাউস প্রভাবের ফলাফল ও নিয়ন্ত্রণ

গ্রীন হাউস প্রভাবের ফলাফল

7107444e 80a3 4251 8169 f47f07df7c37
গ্রীন হাউস প্রভাব

গ্রীন হাউস প্রভাবের বা গ্রীন হাউস এফেক্টের ফলাফলগুলি হল—

( 1 ) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের জলের প্রসারণ ঘটবে ; ফলে জলের উচ্চতা বৃদ্ধি পাবে । তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মেরু অঞ্চলের সঞ্চিত বরফ গলে যাবে । এতেও সমুদ্রের জলের পরিমাণ বৃদ্ধি পাবে । বরফ গলা জল ( গ্লেসিয়ার ) থেকে যে সকল নদী সৃষ্টি হয়েছে সেগুলি শুকিয়ে যাবে । অরণ্যের প্রকৃতি বদলে যাবে । ফলে বায়ুমণ্ডলে জলবায়ুর অনেক পরিবর্তন ঘটবে । 

( 2 ) বায়ুমণ্ডলে যখন CO2 – এর বৃদ্ধি ঘটবে তখন জলে CO2 – এর মাত্রা কমবে , ফলে জলজ বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে । 

( 3 ) পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে অসংখ্য উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি বিপন্ন হবে । 

( 4 ) উৎপাদনকারী উদ্ভিদের ফলন কমবে , আগাছা বৃদ্ধি পাবে । 

( 5 ) মানুষ নানা প্রকার রােগে আক্রান্ত হবে । 

গ্রীন হাউস প্রভাব নিয়ন্ত্রণ 

গ্রীন হাউস প্রভাব যে যে কারণে তৈরি হয় তা সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয় তবে কিছু ব্যবস্থা গ্রহণ করলে একে নিয়ন্ত্রণ করা যেতে পারে । গ্রীন হাউস প্রভাবের বা গ্রীন হাউস এফেক্ট নিয়ন্ত্রণের উপায় গুলি হল—

( 1 ) জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানাে এবং পরিবর্তে বিকল্প শক্তি প্রচলন করা । 

( 2 ) অরণ্য ধ্বংস বন্ধ করা । 

( 3 ) সমুদ্রের জলকে দূষণের হাত থেকে রক্ষা করা । 

( 4 ) মানুষের সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং জীবনযাত্রা পদ্ধতিতে পরিবর্তন আনা ।

error: Content is protected !!