BOD কাকে বলে
BOD কাকে বলে
জলাশয়ের মৃত জৈববস্তুর ব্যাকটেরিয়ার সাহায্যে পচন ঘটে । পচন কাজের জন্য ব্যাকটেরিয়ার অক্সিজেন দরকার । পচন কাজে ব্যাকটেরিয়া অধিক পরিমাণে অক্সিজেন ব্যয় করলে জলজ প্রাণী বিশেষত মাছদের জন্য প্রয়ােজনীয় অক্সিজেনের জোগানে টান পড়ে । ফলে অক্সিজেনের অভাবে জলজ প্রাণীদের মৃত্যু ঘটে থাকে । জলাশয়ে অক্সিজেন প্রয়ােজনের তুলনায় কম থাকলে সেখানে মাইক্রোব বা ব্যাকটেরিয়া জাতীয় জীবের আধিক্যজনিত দূষণ হয়েছে বলে ধরা হয় । ব্যাকটেরিয়ার আধিক্যের জন্য এই সময়ে জলাশয়ে অক্সিজেনের চাহিদা বেড়ে যায় । একে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা BOD বা বায়ােকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ( Biochemical Oxygen Demand ) বলে । যেহেতু জলে জৈব দূষকের পরিমাণ বৃদ্ধি পেলে BOD– এর মাত্রা বৃদ্ধি পায় তাই একে একটি দূষণ পরিমাপক হিসাবে গণ্য করা হয় ।
BOD হল অণুজীব দ্বারা জৈববস্তুর সবাত বিয়ােজন ( aerobic decomposition ) সময়ে প্রয়ােজনীয় অক্সিজেনের পরিমাণ । জলাশয়ে BOD মান বৃদ্ধি পেলে তা থেকে বােঝা যায় সেই জলাশয়ে সবাত বিয়ােজন অংশগ্রহণকারী অণুজীবদের ক্রিয়াকলাপকেই বােঝানাে হয় । জলে দূষণের মাত্রা পরিবর্তনের সঙ্গে BOD- র মাত্রার পরিবর্তন ঘটে । এই কারণে BOD কে দূষণের সূচক হিসাবে ধরা হয় । পরিবেশের গুণমান বিষয়ক পরিষদ ( The Council on Environmental Quality ) এর মতে “ জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 5mg / litre এর কম হলে সেই জল দূষিত বলে ধরা হবে । ” অতএব BOD- র মাত্রা জলজ প্রাণীদের কাজে একটি মূল্যবান সূচক ।