COD কাকে বলে

COD কাকে বলে

জলে সঞ্চিত বিভিন্ন প্রকার যৌগ পদার্থ যাদের জৈবক্ষয় ( bio degradation ) হয় না সেই সকল পদার্থ জারিত করতে যত পরিমাণ অক্সিজেন প্রয়ােজন হয় , তাকে COD বা রাসায়নিক অক্সিজেন চাহিদা ( Chemical Oxygen demand ) বলে । জলের বিভিন্ন প্রকার জৈব যৌগ অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক প্রক্রিয়ায় বিয়ােজিত হয় । এর ফলে জলে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায় । সুতরাং COD নির্ণয় করে জলে দূষণের মাত্রা জানা যায় ।  

পরিবেশ সম্বন্ধীয় রসায়ন শাস্ত্রে রাসায়নিক অক্সিজেন চাহিদা ( COD ) পরীক্ষা করে পরােক্ষভাবে জলে অবস্থিত বিভিন্ন জৈব উপাদানের পরিমাণ নিরূপণ করা যায় । প্রধানত হ্রদ বা নদীর জলের উপরের স্তরে জৈব দৃষক পরিমাপ করার জন্য COD পদ্ধতি অনুসরণ করা হয় । অর্থাৎ COD- র মাধ্যমে জলের গুণগতমান নিরূপণ করা যায় । এই মান প্রতি লিটার জলে কত মিলি গ্রাম দূষক আছে সেই এককে জানা যায় । অর্থাৎ COD- র একক ধরা হয় mg / L হিসাবে । আগে এর একক প্রকাশিত হতাে পার্টস প্রতি মিলিয়ন ( ppm ) হিসাবে ।

mg / L দ্বারা জানা যায় প্রতি লিটার দ্রবণ কত পরিমাণ অক্সিজেন আত্মসাৎ করতে সক্ষম হয়েছে এই বিষয়টি । দীর্ঘদিন যাবৎ শক্তিশালী জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়ােগ করে COD পরিমাপ করা হয়ে আসছে । এতে পারম্যাঙ্গানেট কতটা পরিমাণ অক্সিজেন আত্মসাৎ করতে সক্ষম সেটাই বিচার করা হয় । 

error: Content is protected !!