জীবন বিজ্ঞান

গ্রীন হাউস প্রভাব কাকে বলে

গ্রীন হাউস প্রভাব কাকে বলে

পৃথিবীর উপরিপৃষ্ঠের বায়ুস্তরের বিভিন্ন পদার্থের মধ্যে CO2 একটি গ্যাসীয় পদার্থ । যদি বায়ুস্তরে এর আনুপাতিক মাত্রা ঠিক থাকে অর্থাৎ 0.03% হলে একে আর দূষণকারক বলা যায় না । কিন্তু শহর ও নগরের উন্নতির সাথে সাথে ডিজেল ও পেট্রোল চালিত অটোমােবাইলের সংখ্যা অনেক বেড়েছে । CO2 এই সব জ্বালানির উপজাত পদার্থ কিন্তু এখন বায়ুমণ্ডলে এর উপস্থিতির পরিমাণ খুব বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে এর এই অতি বৃদ্ধি আজ একে মারাত্মক ভাবে দূষণকারী পদার্থ হিসাবে চিহ্নিত করছে । 

বিজ্ঞানী সাউথউইক ( Southwick ) 1976 খ্রিস্টাব্দে হিসাব করে দেখিয়েছেন উৎপন্ন CO2 এর সামান্য অংশ উদ্ভিদ ও সমুদ্র জল দ্বারা শােষিত হয় । CO2 এর অতিবৃদ্ধির ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রাও দ্রুতহারে বাড়ছে । বায়ুতে CO2 এর ফলে সাধারণ তাপমাত্রা যখন বজায় থাকে তখন পৃথিবীর ওপর দীর্ঘ তরঙ্গরশ্মির বিকিরণ ( long wave radiation ) আপতিত হলেও তা আবার স্ট্রাটোস্ফিয়ারে ( stratosphere ) ফিরে যায় । ফলে পৃথিবী পৃষ্ঠে একটি সাধারণ তাপমাত্রা বজায় থাকে । কিন্তু বায়ুমণ্ডলে CO2 এর বৃদ্ধির ফলে ইহা পৃথিবীর ওপর একটি আচ্ছাদন সৃষ্টি করে এবং দীর্ঘ তরঙ্গরশ্মির বিকিরণ যেমন ইনফ্রা রেড হিট রেডিয়েশন ( infra red heat radiation ) যা পৃথিবীকে উত্তপ্ত করে তা CO2 এর স্তরে প্রতিহত হয়ে বারবার পৃথিবীতে ফিরে আসে ফলে পৃথিবীপৃষ্ঠ ভীষণভাবে উত্তপ্ত হয় । এই উত্তপ্ত হওয়ার পদ্ধতিকেই বিজ্ঞানী টার্ক ( Turk ) 1974 খ্রিস্টাব্দে , বিজ্ঞানী লি ( Lee ) 1974 খ্রিস্টাব্দে , অ্যাটমসফেরিক এফেক্ট ( atmospheric effect ) আখ্যা দেন । বিজ্ঞানী স্মিথ Smith 1977 খ্রিস্টাব্দে একে গ্রীন হাউস এফেক্ট ( Green house effect ) বলেন । 

সৌখিন এবং বহুমূল্য উদ্ভিদ যাদের কম আলাে এবং খুব বেশি তাপের প্রয়ােজন , তাদের সবুজ কাচের ঘর তৈরি করে তার মধ্যে চাষ করা হয় । সবুজ কাচের বৈশিষ্ট্য হল এটি বিকিরিত আলাের রশ্মিকে প্রতিহত করে ফলে কাচের ঘর বেশ উত্তপ্ত থাকে । পৃথিবীর ওপরপৃষ্ঠে CO2 , এই ঘন স্তর কাচের ঘরের মতাে আলাের বিকিরণকে প্রতিহত করে পৃথিবী পৃষ্ঠকে ভীষণ উত্তপ্ত করে । সবুজ কাঁচের উত্তাপের সঙ্গে তুলনা ( analogy ) করে একে গ্রীন হাউস প্রভাব বা গ্রীন হাউস এফেক্ট বলা হয় । 

এই উত্তাপের ফলেই জলবায়ু , বৃষ্টিপাত প্রভৃতি অনিয়মিত হয়ে পড়ে যা পরােক্ষভাবে শস্যের ওপর প্রভাব বিস্তার করে । ফলে কোথাও অনাবৃষ্টি আবার কোথাও বা ঝড়-ঝঞ্ঝা তুফানের সৃষ্টি করে সভ্যতার অগ্রগতিকে ব্যাহত করে । শহর ও নগরে এই এফেক্টের ফলে heat island সৃষ্টি হয় । 

error: Content is protected !!