ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয়

ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয় 

ক্যাডমিয়াম আয়ন ( Cd+2 ) জলে দ্রবীভূত হয় । প্লাস্টিক শিল্পে রঙিন প্লাস্টিক বানাবার জন্য ক্যাডমিয়াম ব্যবহৃত হয় । প্লাস্টিক জাত বর্জ্য বস্তু হিসাবে ক্যাডমিয়াম পরিত্যক্ত হয় । বায়ুমণ্ডলে ভাসমান ক্যাডমিয়াম প্রশ্বাসের সঙ্গে এবং জলে দ্রবীভূত ক্যাডমিয়াম পানীয় জল হিসাবে মানুষের দেহে প্রবেশ করে । এর ফলে মানবদেহে ক্যাডমিয়াম বিষক্রিয়া জনিত রােগ ইটাই ইটাই ( Itai Itai সৃষ্টি হয় । 

1968 খ্রিস্টাব্দে জাপানের তােয়ামা ( Toyama ) শহরে এই রােগের প্রাদুর্ভাব হয় । তাই জাপানী ভাষায় এই রােগের নাম ইটাই ইটাই ( Itai Itai ) বা আউচ আউচ ( Ouch Ouch ) । এই রােগ হলে , ক্যালসিয়ামের বিপাক বিঘ্নিত হয় ফলে অস্থি ক্ষয়প্রাপ্ত এবং ভঙ্গুর হয়ে যায় । অস্থি সন্ধিতে যন্ত্রণা সৃষ্টি হয় । এছাড়া বৃক্ক ও ফুসফুসের বিভিন্ন সমস্যা দেখা যায় ।

error: Content is protected !!