পারদ দূষণের ফলে কি রোগ হয়
পারদ দূষণের ফলে কি রোগ হয়
ভিনাইল ক্লোরাইড তৈরির সময়ে উপবস্তু ( by product ) হিসাবে পারদ উৎপন্ন হয় । কস্টিক সােডা ও ক্লোরিন তৈরিতে পারদ লবণ ব্যবহৃত হয় । পারদ বর্জ্য হিসাবে জলাশয়ে মিশে পরিবেশ দূষণ করে । জলজ পরিবেশে ব্যাকটেরিয়ার সাহায্যে পারদ , মিথাইল মার্কারিতে ( methyl mercury ) পরিবর্তিত হয় এবং এই অবস্থায় জীবদেহে প্রবেশ করে ।
Hg2+ ⟶ CH3Hg ( মিথাইল মার্কারি )
1950 এর দশকে জাপানে মিথাইল মার্কারি দ্বারা আক্রান্ত মাছ , কাঁকড়া এবং সেল ফিস্ প্রভৃতি জলজ প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে বহু জেলে মারা যায় এবং বহুলােক অসুস্থ হয়ে পড়েছিল ।
পারদ দূষিত জলজ প্রাণী খেয়ে জাপানের মিনামাটা দ্বীপে প্রচুর মানুষ এবং বেড়াল এবং মৎস্যভুক পাখি রহস্যময় এক রােগে মারা যায় । পরে এই রােগটি মিনামাটা ডিজিজ ( Minamata disease ) নামে পরিচিত হয়েছে । এই রােগে আক্রান্ত মানুষদের বাহু , ঠোট , জিহ্বা অসার হয়ে যায় । চেষ্টীয় স্নায়ু বিকল হয় । বধিরত্ব এবং অন্ধত্ব দেখা দেয় । সেরিবেলাম এবং মধ্য মস্তিষ্কের কোশের অকাল মৃত্যু ঘটে ।