জীবন বিজ্ঞান

সিসা দূষণের ফলে কি রোগ হয়

সিসা দূষণের ফলে কি রোগ হয়

সিসা এক প্রকার ভারী ধাতু । সিসার আয়ন ( Pb+2 ) জলে দ্রবীভূত হয় এবং পরিবেশ দূষণ করে । প্রধানত পেট্রোল এবং গ্যাসােলিনের দহন এবং স্টোরেজ ব্যাটারি , লেড আর্সেনেট কীটনাশক থেকে পরিবেশে সিসা প্রবেশ করে । তাছাড়া সিসা নির্মিত পাত্রে কোনাে আম্লিক পানীয় সঞ্চিত রেখে তা পান করলেও মানুষের দেহে সিসার প্রবেশ ঘটে এবং মানুষ সিসা দ্বারা আক্রান্ত হয় । যানবাহনের গ্যাসোলিনে টেট্রা-ইথাইল সিসা [ ( CH3CH2)4Pb ] থাকে । দহনের ফলে এই বস্তু বায়ুতে মিশতে পারে । 

পানীয় জলে 50 ppb ( parts per billion ) সিসা থাকলে তা গ্রহণযােগ্য বলে ধরা হয় । সিসার পরিমাণ এর অধিক হলে বিষক্রিয়া দেখা যায় । বায়ুতে মিশ্রিত সিসার যৌগ প্রশ্বাসের সময়ে ফুসফুসে নীত হয় । 

মানুষের প্রতি 100 গ্রাম রক্তে সিসার গ্রাহ্য মাত্রা 20-40mg ( 0.2-0.4 ppm ) । এই মাত্রা পূর্ণাঙ্গ মানুষের রক্তে 0.8 ppm ( parts per million ) হলে নিম্নলিখিত লক্ষণগুলি দেখা যায় ㅡ 

( i ) হিমােগ্লোবিনের উপাদান কমে গিয়ে অ্যানিমিয়া সৃষ্টি করে । 

( ii ) বৃক্কের বিভিন্ন উপসর্গ ।

( iii ) রক্তের চাপ বৃদ্ধি । 

( iv ) গর্ভপাতে শিশুদের মৃত্যু । 

( v ) মস্তিষ্কের বৃদ্ধি কম হওয়া এবং সেই সঙ্গে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অপরিবর্তনীয় ক্ষতি । এই ক্ষতির জন্য যে রােগ সৃষ্টি হয় তাকে ডিসলেক্সিয়া ( dislexia ) বলে ।

error: Content is protected !!