জীবন বিজ্ঞান

জৈব সঞ্চয় কাকে বলে

জৈব সঞ্চয় কাকে বলে 

বিভিন্ন খাদ্য বা পানীয়ের মাধ্যমে বিভিন্ন প্রাণী বিশেষত মানুষের দেহে অতি সামান্য পরিমাণেও যে সকল ক্ষতিকারক বস্তু প্রবেশ করে , সে সকল বস্তু যদি বিপাক ক্রিয়ায় পরিবর্তিত না হয়ে দেহে সঞ্চিত হতে থাকে তবে ক্রমে ক্রমে তাদের পরিমাণ বৃদ্ধি পায় , একে জৈব সঞ্চয় বা বায়ো অ্যাকামুলেশন ( bio accumulation ) বলে ।

জৈব সঞ্চয় এর ফলে জীবদের বিভিন্ন প্রকার রােগের শিকার হতে হয় । যেমন , শস্যকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য যে সকল কৃত্রিম রাসায়নিক পদার্থ প্রয়ােগ করা হয় তার কিছুটা বৃষ্টির জলে ধুয়ে বিভিন্ন জলাশয়ে আসে । সেই বিষাক্ত বস্তু মিশ্রিত জল পুকুর , নদী এমনকি মাটির নীচের জলেও মিশে যায় । শৈবাল ওই বিষাক্ত উপাদান মিশ্রিত জল গ্রহণ করে । মাছ , খাদ্য হিসাবে শৈবালদের ভক্ষণ করায় ওই ক্ষতিকর রাসায়নিক বস্তু মাছের দেহে প্রবেশ করে । মানুষ সেই মাছ খাদ্য হিসাবে গ্রহণ করলে বিষাক্ত উপাদান মানুষের দেহে প্রবেশ করে । এভাবে বিষাক্ত উপাদান খাদ্য শৃঙ্খলের বিভিন্ন খাদকের দেহে সঞিত হয় । সঞ্চিত বিষাক্ত উপাদান কখনাে কখনাে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি ( health hazard ) করে ।

error: Content is protected !!