জীবন বিজ্ঞান

সিন ইকোলজি কাকে বলে

সিন ইকোলজি কাকে বলে

বাস্তুবিদ্যার যে শাখায় জীব গােষ্ঠীর সঙ্গে পরিবেশের সম্পর্ক আলােচিত হয় তাকে সিন ইকোলজি বলে । যেমন — একটি মিশ্র মৎস্য চাষের পুকুরে রুই , কাতলা , মৃগেল প্রভৃতি সকল প্রকার মাছের সঙ্গে পুকুরের পরিবেশের সম্পর্ক সিন ইকোলজির উদাহরণ ।

সাধারণ অবস্থায় উদ্ভিদ , প্রাণী এবং অণু জীব একত্রে প্রাকৃতিক গােষ্ঠী গঠন করে একত্রে বাস করে শুধু তাই নয় পরন্তু একে অন্যের জীবনযাত্রার উপর প্রভাব বিস্তার করে । সুতরাং একক প্রজাতির পরিবর্তে গােষ্ঠী ( community ) এই সিন ইকোলজির একক পপুলেশন বাস্তুবিদ্যা , বাস্তুবিদ্যা এবং বাস্তুতান্ত্রিক বাস্তুবিদ্যা সিন ইকোলজির বিভিন্ন শাখা ।

error: Content is protected !!