অটো ইকোলজি কাকে বলে
অটো ইকোলজি কাকে বলে
যে বাস্তুবিদ্যায় একটিমাত্র প্রজাতির সঙ্গে পরিবেশের সম্পর্ক আলােচিত হয় তাকে অটো ইকোলজি বলে । যেমন , একটি মিশ্র মৎস্য চাষের পুকুরে কেবলমাত্র রুই মাছের সঙ্গে পুকুরের পরিবেশের সম্পর্ক অটো ইকোলজির উদাহরণ ।
একটি নির্দিষ্ট সময়ে একটি প্রজাতির প্রয়ােজন এবং এর উপর পরিবেশের প্রভাব এই শাখার প্রতিপাদ্য বিষয় । এই বাস্তুবিদ্যায় একটি প্রজাতিই অধ্যয়নের একক । এই একক প্রজাতির ভৌগােলিক বিস্তারণ , অঙ্গসংস্থান , শ্রেণিবিন্যাস সম্বন্ধীয় অবস্থান , জীবনচক্র এবং বাস্তুবিদ্যার বিভিন্ন পরিবেশ ভিন্ন ভৌগােলিক অঞ্চলে বাস করবার জন্য পৃথক হয় । টরিসেন ( Torrissen , 1924 ) অটো ইকোলজির এইভাগকে জেনিকোলজি ( genecology ) বলেন ।