জীবন বিজ্ঞান

ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য

ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য

ল্যামার্কবাদডারউইনবাদ এর মধ্যে পার্থক্যগুলি হল一

ল্যামার্কবাদ :

( i ) জীবের অবিরাম আয়তন বৃদ্ধি । 

( ii ) পরিবেশের প্রভাব অনুযায়ী জীবদেহে নতুন অঙ্গের  আত্মপ্রকাশ । 

( iii ) ব্যবহার ও অব্যবহারের কারণে নতুন অঙ্গের আর্বিভাব বা বিশেষ কোনাে অঙ্গের বৃদ্ধি বা বিলুপ্তি ঘটে প্রকরণ সৃষ্টি হয় । 

( iv ) অর্জিত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় ।

ডারউইনবাদ :

( i ) জীবের অবিরাম সংখ্যা বৃদ্ধি । 

( ii ) বেঁচে থাকার জন্য জীবের পরিবেশের সঙ্গে প্রতিনয়ত সংগ্রাম । 

( iii ) জীবন সংগ্রামে যােগ্যতমের উদ্বর্তন যার ফলে নতুন প্রকরণের সৃষ্টি হয় । 

( iv ) প্রকৃতির দ্বারা নির্বাচিত যােগ্যতমের বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় ।

error: Content is protected !!