জীবন বিজ্ঞান

প্রাকৃতিক নির্বাচন কাকে বলে

প্রাকৃতিক নির্বাচন কাকে বলে

প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা হলেন চার্লস ডারউইন ।  পৃথিবীর বুকে অনুকূল পরিবৃত্তি যুক্ত জীবরাই পরিবেশের সঙ্গে নিজেকে অভিযােজিত করে জীবনসংগ্রামে জয়ী হয় এবং পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বজায় রাখে । অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনে যারা অস্তিত্ব রক্ষার অধিকার পায় তারা অধিক সংখ্যায় বেঁচে থাকে , ও বংশবৃদ্ধি করে এবং অপত্যরা উত্তরাধিকারসূত্রে অনুকূল পরিবৃত্তিগুলি লাভ করে । অপরদিকে প্রতিকূল পরিবৃত্তিযুক্ত জীব জীবন সংগ্রামে পরাজিত হয়ে পৃথিবী থেকে অবলুপ্ত হয় । 

ডারউইনের মতানুসারে উদ্বংশীয় জিরাফের মধ্যে বিভিন্ন দৈর্ঘ্যের গ্রীবা এবং অগ্রপদ সমন্বিত জিরাফ ছিল কোনাে কারণে পরিবেশে খাদ্যের অভাব ঘটলে দীর্ঘ গ্রীবা ও অগ্রপদ যুক্ত জিরাফ খাদ্যের জন্য গাছের উচ্চ ডাল থেকে পাতা সংগ্রহে সমর্থ হওয়ায় জীবন সংগ্রামে জয়ী হয় , ফলে প্রকৃতির দ্বারা নির্বাচিত হয় । দীর্ঘ গ্রীবা এবং অগ্রপদ সমন্বিত অভিযােজনমূলক বৈশিষ্ট্যটি প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে একটি জনু থেকে অপর জনুতে বংশপরম্পরায় সঞ্চারিত হয় এবং একইভাবে খর্ব গ্রীবা এবং অগ্রপদ সমন্বিত জিরাফ পরিবর্তিত পরিবেশে নিজেদের অভিযােজিত করতে না পেরে অর্থাৎ জীবনসংগ্রামে পরাজিত হয়ে ধীরে ধীরে পৃথিবী থেকে অবলুপ্ত হতে থাকে , ফলে কালক্রমে দীর্ঘ গ্রীবা ও অগ্রপদ বিশিষ্ট জিরাফের আবির্ভাব ঘটে ।

error: Content is protected !!