জীবন বিজ্ঞান

যোগ্যতমের উদবর্তন কাকে বলে

যোগ্যতমের উদবর্তন কাকে বলে

যোগ্যতমের উদবর্তন মতবাদের প্রবক্তা হলেন চার্লস ডারউইন । ডারউইনের তত্ত্ব অনুযায়ী একই প্রজাতির অন্তর্ভুক্ত সমস্ত জীব কখনওই অবিকল একই প্রকারের হয় না , কিছু না কিছু পার্থক্য তাদের মধ্যে থাকবেই । এই সব পার্থক্যকে ডারউইন পরিবৃত্তি বা প্রকরণ বলেছেন । যে সকল পরিবৃত্তি জীবকে অস্তিত্বের জন্য সংগ্রামে অর্থাৎ জীবনসংগ্রামে সাহায্য করে , তাদের অনুকূল পরিবৃত্তি বলে , আবার যে সকল পরিবৃত্তি জীবকে জীবনসংগ্রামে সাহায্য করে না , তাদের প্রতিকূল পরিবৃত্তি বলে । 

ডারউইনের মতে যে সকল জীবের মধ্যে অনুকূল পরিবৃত্তি থাকে , তারা পরিবেশের সঙ্গে নিজেকে অভিযােজিত করে জীবন সংগ্রামে জয়ী হয় এবং পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বজায় রাখে অর্থাৎ উদবর্তন ঘটে , অপরদিকে প্রতিকূল পরিবৃত্তি যুক্ত জীব জীবনসংগ্রামে পরাজিত হয়ে ধীরে ধীরে পৃথিবী থেকে অবলুপ্ত হয় । এ প্রসঙ্গে উল্লেখ্য যে কোন একটি বিশেষ পরিবেশে কোনাে জীব বাঁচার অযােগ্য হলেও অন্য কোন পরিবেশে ওই জীব বাঁচার যােগ্য বলে বিবেচিত হতে পারে । উদাহরণস্বরূপ বলা যায় — বড়াে লােমওয়ালা কুকুর শীতপ্রধান পরিবেশে বাঁচার যােগ্য হলেও গ্রীষ্মপ্রধান পরিবেশে বাঁচার অযােগ্য আবার ছােট লােমওয়ালা কুকুর গ্রীষ্মপ্রধান পরিবেশে বাঁচার যােগ্য হলেও শীতপ্রধান পরিবেশে বাঁচার অযােগ্য ।

error: Content is protected !!