জীবন বিজ্ঞান

ডারউইনবাদের ত্রুটি

ডারউইনবাদের ত্রুটি

ডারউইনের মতবাদের ত্রুটি বা ডারউইনবাদের ত্রুটি গুলি হল―

 i. ডারউইনের মতবাদের সর্বাপেক্ষা দুর্বল অংশ হল যে প্রকরণের উৎপত্তি সম্বন্ধে ডারউইনের কোনাে ধারণা ছিল না । ধারণা ছিল না তার কারণ তখন বংশগতি বিজ্ঞান , জিন , পরিব্যক্তি এসব আবিষ্কৃত হয়নি । তিনি পর্যবেক্ষণ করেছিলেন যে , প্রজাতির প্রাণীর মধ্যে যেখানেই প্রকরণ পাওয়া গেছে সেখানেই প্রাকৃতিক নির্বাচন কাজ করেছে । কিন্তু এই প্রকরণ কীভাবে সৃষ্টি হয় সে সম্বন্ধে ডারউইন সুস্পষ্ট কোনাে ব্যাখ্যা দিতে পারেননি ।

ii. ডারউইনের গুরুত্ব আরােপকারী জীবদের ধারাবাহিক ক্ষুদ্র পার্থক্য অধিকাংশ ক্ষেত্রে বিবর্তনে কার্যকরী নয় । 

iii. কোনাে বড়াে পরিবর্তনের ব্যাখ্যা , লুপ্তপ্রায় অঙ্গের ব্যাখ্যা , কোনাে অঙ্গের অতি বিশেষত্বের ঘটনা , অভিযােজন ও ভেদ -এর ব্যাখ্যা , জলজ প্রাণী থেকে স্থলজ প্রাণীর আবির্ভাবের ঘটনা , প্রকরণের আবির্ভাব সম্পর্কিত ব্যাখ্যা ডারউইনবাদের মাধ্যমে সম্ভব নয় । 

iv. যৌন-নির্বাচন , কৃত্রিম নির্বাচন , মিউটেশন , যােগ্যতমের আবির্ভাব , মিশ্র বংশগতি প্রভৃতি সম্পর্কে ডারউইনবাদ নীরব অথবা সঠিক ব্যাখ্যায় অপারগ ।

error: Content is protected !!