জীবন্ত জীবাশ্ম কাকে বলে
জীবন্ত জীবাশ্ম কাকে বলে

যে সকল জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনাে রকম পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে টিকে আছে , অথচ তাদের সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে , সেই সকল জীবদের জীবন্ত জীবাশ্ম বলা হয় ।
জীবন্ত জীবাশ্মের উদাহরণ :
উদ্ভিদ : রাইনিয়া , নিটাম , গিঙ্গো বাইলোবাে
প্রাণী : পেরিপেটাস , লিমুলাস , সিলাকান্থ , স্ফেনোডন , হংসচঞ্চু ।
1. রাইনিয়া ( ব্রায়ােফাইটা ও টেরিডাে ফাইটার অন্তর্বর্তী )
2. ট্রি-ফার্ন ( টেরিডােফাইটা ও জিমনােস্পার্মের অন্তর্বর্তী )
3. নিটাম ( জিমনােস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্মের অন্তর্বর্তী )
1. হংসচঞ্চু ( সরীসৃপ ও স্তন্যপায়ীর অন্তর্বর্তী )
2. লাংফিস ( মৎস্য ও উভচরের অন্তর্বর্তী )
3. পেরিপেটাস ( অঙ্গুরীমাল ও সন্ধিপদ প্রাণীর অন্তর্বর্তী )