জীবন বিজ্ঞান

জীবন্ত জীবাশ্ম কাকে বলে

জীবন্ত জীবাশ্ম কাকে বলে

npk8TO3NBDMuAWD5 arcgis.com
জীবন্ত জীবাশ্ম কাকে বলে

যে সকল জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনাে রকম পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে টিকে আছে , অথচ তাদের সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে , সেই সকল জীবদের জীবন্ত জীবাশ্ম বলা হয় । 

জীবন্ত জীবাশ্মের উদাহরণ : 

উদ্ভিদ : রাইনিয়া , নিটাম , গিঙ্গো বাইলোবাে

প্রাণী : পেরিপেটাস , লিমুলাস , সিলাকান্থ , স্ফেনোডন , হংসচঞ্চু ।

1. রাইনিয়া ( ব্রায়ােফাইটা ও টেরিডাে ফাইটার অন্তর্বর্তী ) 

2. ট্রি-ফার্ন ( টেরিডােফাইটা ও জিমনােস্পার্মের অন্তর্বর্তী ) 

3. নিটাম ( জিমনােস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্মের অন্তর্বর্তী )

1. হংসচঞ্চু ( সরীসৃপ ও স্তন্যপায়ীর অন্তর্বর্তী ) 

2. লাংফিস ( মৎস্য ও উভচরের অন্তর্বর্তী ) 

3. পেরিপেটাস ( অঙ্গুরীমাল ও সন্ধিপদ প্রাণীর অন্তর্বর্তী )

error: Content is protected !!