জীবন বিজ্ঞান

ঘােড়ার বিবর্তন

ঘােড়ার বিবর্তন 

38489f4340420ea54a71422fa39006b7
ঘােড়ার বিবর্তন

প্রায় 6 কোটি বছর পূর্বে সম্ভবত কনডাইলার্থ নামক 5 অঙ্গুলী বিশিষ্ট চতুস্পদী প্রাণী থেকে ইওহিপ্পাস নামক আদি ঘােড়াটির আবির্ভাব ঘটেছিল । 

শাকাশী ঐ ইওহিপ্পাস -এর উচ্চতা ছিল 29 সেন্টিমিটার , সামনের পায়ে 4 টি করে এবং পেছনের পায়ে 3 টি করে অঙ্গুলী ছিল । পায়ের পাতায় ভর দিয়ে এরা দৌড়াত । 

মূলত দ্রুত গতি সম্পন্ন হওয়ার প্রচেষ্টায় এই ইওহিপ্পাস পরবর্তীকালে আরাে অন্তত আট প্রকারের ঘােড়া যথা— ওরােহিপ্পাস , এপিহিপ্পাস , মেসোহিপ্পাস , মায়ােহিপ্পাস , প্যারাহিপ্পাস , মেরিচিপ্পাস , প্লিওহিপ্পাসপ্লেসিহিপ্পাস প্রভৃতির মাধ্যমে বর্তমানের ঘােড়া ইক‍্যুয়াস -এ বিবর্তিত হয়েছে । 

কালক্রমে পরিবেশগত কারণে ইওহিপ্পাস বিবর্তিত হতে হতে 3 অঙ্গুলী বিশিষ্ট 60 সেন্টিমিটার উচ্চতা সম্পন্ন মেসােহিপ্পাস জাতীয় ঘােড়ার অস্তিত্ব তুলে ধরে । 

মেসােহিপ্পাস কালক্রমে পরিবর্তিত হতে হতে 3 অঙ্গুলী বিশিষ্ট পদযুক্ত 1 মিটার উচ্চতা সম্পন্ন মেরিচিপ্পাস -এর আত্মপ্রকাশ ঘটিয়েছে । 

মেরিচিপ্পাস সময়ের সাথে পরিবর্তিত হতে হতে 1.2 মিটার উচ্চতা বিশিষ্ট , অঙ্গুলীবিহীন অথচ ক্ষুরযুক্ত -পদ সমন্বিত প্লিওহিপ্পাস জাতীয় ঘােড়ার আবির্ভাব ঘটায় । 

কালক্রমে প্লিওহিপ্পাস আরাে দ্রুতগতি সম্পন্ন হওয়ার তাগিদে পায়ের বিভিন্ন অংশের পরিবর্তনের মাধ্যমে বিবর্তিত হয়ে বর্তমানের 1.6 মিটার উচ্চতা বিশিষ্ট ঘােড়া ইক‍্যুয়াস -এর আবির্ভাব ঘটিয়েছে । অতএব , একই উদবংশীয় জীব থেকে বিবর্তিত হতে হতে কালক্রমে আধুনিক ঘােড়ার যে উৎপত্তি হয়েছে এবিষয়ে সন্দেহ প্রকাশ করার কোনাে অবকাশ নেই । তাই ঘােড়ার বিবর্তন জৈব বিবর্তনের এক প্রামাণ্য দলিল ।

error: Content is protected !!