নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে
নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে

জীবদেহের যে সকল অঙ্গ পূর্বপুরুষের দেহে সক্রিয় থাকলেও পরিবেশজনিত অবস্থার পরিবর্তন বা জীব বিবর্তনের ফলে সৃষ্ট নতুন প্রজাতির দেহে তাদের কার্যকারিতা হ্রাস পেয়ে ক্ষুদ্রাকৃতি বা ক্ষয়প্রাপ্ত অঙ্গে পরিণত হয়েছে , তাদের নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ বলা হয় ।
নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ :
সিকাম- গিনিপিগের ক্ষেত্রে এটি সক্রিয় অঙ্গ কিন্তু মানুষের ক্ষেত্রে অ্যাপেনডিক্স ( appendix ) নামে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে ।
লেজ : বানরের ক্ষেত্রে এটি সক্রিয় কিন্তু মানুষের ক্ষেত্রে মেরুদণ্ডের শেষ প্রান্তে ককসিক্স নামে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে ।
ডানা : পাখিদের ক্ষেত্রে সক্রিয় অঙ্গ , কিন্তু দৌড় পাখি , যথা – উটপাখি , এমু , কিউই প্রভৃতিতে ডানা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে ।
নিকটিটেটিং পর্দা : ব্যাংয়ের চোখে এটি সক্রিয় কিন্তু মানুষের ক্ষেত্রে উপপল্লব নামক নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে ।
পশ্চাদপদ : তিমি , পাইথন প্রভৃতিতে পশ্চাদ পদ নেই , কিন্তু শ্রোণিচক্রের মধ্যে ক্ষুদ্রাকার পায়ের অস্থি রয়েছে ।
উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ :
i. ভূনিম্নস্থ কাণ্ডের শল্কপত্র ।
ii. কাজুবাদাম , আম , কলাবতী , কালকাসুন্দা প্রভৃতির বন্ধ্যা পুংকেশর ।
iii. নারিকেল , শতমূলী প্রভৃতির বন্ধ্যা গর্ভকেশর ।