জীবন বিজ্ঞান

সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে

সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে  

875867 947107 ans 23f7556b8d944a88897cb33ff758a330
সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে

জীবদেহের যে সকল অঙ্গগুলি আকৃতিগত এবং কার্যগতভাবে একই প্রকার কিন্তু উৎপত্তিগতভাবে এবং গঠনগতভাবে বিভিন্ন , সেই অঙ্গগুলিকে সমবৃত্তীয় অঙ্গ বলা হয় । 

সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ : 

পতঙ্গ , পাখি ও বাদুড় প্রভৃতির ডানা । 

উল্লিখিত প্রতিটি প্রাণীর ক্ষেত্রে ডানা বৃত্তিগতভাবে একই কাজ অর্থাৎ উড়তে সাহায্য করে তাই এরা প্রত্যেকে বৃত্তিগত বা কার্যগতভাবে এক । কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ডানার উৎপত্তিস্থল এবং গঠন কাঠামাে সম্পূর্ণ আলাদা । 

অঙ্গগুলির বৃত্তিগত সাদৃশ্য থেকে প্রমাণিত হয় যে কেবলমাত্র বৃত্তির স্বার্থে উদ্বংশীয় জীবেরা পরিবর্তিত হয়েছে । 

উদ্ভিদের ক্ষেত্রে মটর গাছের পাতার আকর্ষ এবং হাড়জোড়া গাছের কাণ্ডের আকর্ষ একই রকম কাজ করলেও পাতার আকর্ষ পাতার পরিবর্তিত রূপ আর কাণ্ডের আকর্ষ কাণ্ডের পরিবর্তিত রূপ ।

error: Content is protected !!