সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে

সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে  

875867 947107 ans 23f7556b8d944a88897cb33ff758a330
সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে

জীবদেহের যে সকল অঙ্গগুলি আকৃতিগত এবং কার্যগতভাবে একই প্রকার কিন্তু উৎপত্তিগতভাবে এবং গঠনগতভাবে বিভিন্ন , সেই অঙ্গগুলিকে সমবৃত্তীয় অঙ্গ বলা হয় । 

সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ : 

পতঙ্গ , পাখি ও বাদুড় প্রভৃতির ডানা । 

উল্লিখিত প্রতিটি প্রাণীর ক্ষেত্রে ডানা বৃত্তিগতভাবে একই কাজ অর্থাৎ উড়তে সাহায্য করে তাই এরা প্রত্যেকে বৃত্তিগত বা কার্যগতভাবে এক । কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ডানার উৎপত্তিস্থল এবং গঠন কাঠামাে সম্পূর্ণ আলাদা । 

অঙ্গগুলির বৃত্তিগত সাদৃশ্য থেকে প্রমাণিত হয় যে কেবলমাত্র বৃত্তির স্বার্থে উদ্বংশীয় জীবেরা পরিবর্তিত হয়েছে । 

উদ্ভিদের ক্ষেত্রে মটর গাছের পাতার আকর্ষ এবং হাড়জোড়া গাছের কাণ্ডের আকর্ষ একই রকম কাজ করলেও পাতার আকর্ষ পাতার পরিবর্তিত রূপ আর কাণ্ডের আকর্ষ কাণ্ডের পরিবর্তিত রূপ ।

error: Content is protected !!