জীবন বিজ্ঞান

সমসংস্থ অঙ্গ কাকে বলে

সমসংস্থ অঙ্গ কাকে বলে 

Homologus Organs

জীবদেহের যে সকল অঙ্গগুলি আকৃতিগত এবং কার্যগতভাবে বিভিন্ন কিন্তু উৎপত্তিগত এবং গঠনগতভাবে একই প্রকার সেই অঙ্গগুলিকে সমসংস্থ অঙ্গ বলা হয় । 

সমসংস্থ অঙ্গের উদাহরণ :

পাখির ডানা , বাদুড়ের ডানা , ঘােড়ার অগ্রপদ , তিমির প্যাডেল , মানুষের হাত । 

উল্লিখিত অঙ্গগুলি হিউমেরাস , রেডিয়াস-আলনা , কারপাল , মেটারকারপাল ও ফ্যালানজেস অস্থি দ্বারা গঠিত । অর্থাৎ , গঠনগতভাবে এক । 

যেহেতু পাখি ও বাদুড়ের অগ্রপদ ( ডানা ) আকাশে উড়বার জন্য , ঘােড়ার অগ্রপদ দৌড়াবার জন্য , তিমির অগ্রপদ সাঁতার কাটার জন্য , আর মানুষের অগ্রপদ ( হাত ) কোনাে কিছুকে ধরার জন্য । তাই অঙ্গগুলি কার্যের সাপেক্ষে পৃথক ।  

অঙ্গগুলির গঠনগত সাদৃশ্য থেকে প্রমাণিত হয় যে , বিভিন্ন রকমের মেরুদণ্ডী প্রাণী একই রকম উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে । 

উদ্ভিদের সমসংস্থ অঙ্গের উদাহরণ : 

ঝুমকোলতা ও ফণীমনসার পর্ণকাণ্ড , শতমূলীর একক পর্ণকাণ্ড , আদার গ্রন্থিকাণ্ড , আলুর স্ফীতকন্দ প্রভৃতি পরিবর্তিত কাণ্ডগুলি সমসংস্থ অঙ্গ । আবার গােলাপ , জবা , কলসপত্রী প্রভৃতি গাছের সবুজ পল্লব পত্র , পেঁয়াজ -এর বাদামি শল্কপত্র , খেজুর , ফণীমনসা -র পত্রকন্টক প্রভৃতিও সমসংস্থ অঙ্গ ।

error: Content is protected !!