সমসংস্থ অঙ্গ কাকে বলে
সমসংস্থ অঙ্গ কাকে বলে

জীবদেহের যে সকল অঙ্গগুলি আকৃতিগত এবং কার্যগতভাবে বিভিন্ন কিন্তু উৎপত্তিগত এবং গঠনগতভাবে একই প্রকার সেই অঙ্গগুলিকে সমসংস্থ অঙ্গ বলা হয় ।
সমসংস্থ অঙ্গের উদাহরণ :
পাখির ডানা , বাদুড়ের ডানা , ঘােড়ার অগ্রপদ , তিমির প্যাডেল , মানুষের হাত ।
উল্লিখিত অঙ্গগুলি হিউমেরাস , রেডিয়াস-আলনা , কারপাল , মেটারকারপাল ও ফ্যালানজেস অস্থি দ্বারা গঠিত । অর্থাৎ , গঠনগতভাবে এক ।
যেহেতু পাখি ও বাদুড়ের অগ্রপদ ( ডানা ) আকাশে উড়বার জন্য , ঘােড়ার অগ্রপদ দৌড়াবার জন্য , তিমির অগ্রপদ সাঁতার কাটার জন্য , আর মানুষের অগ্রপদ ( হাত ) কোনাে কিছুকে ধরার জন্য । তাই অঙ্গগুলি কার্যের সাপেক্ষে পৃথক ।
অঙ্গগুলির গঠনগত সাদৃশ্য থেকে প্রমাণিত হয় যে , বিভিন্ন রকমের মেরুদণ্ডী প্রাণী একই রকম উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে ।
উদ্ভিদের সমসংস্থ অঙ্গের উদাহরণ :
ঝুমকোলতা ও ফণীমনসার পর্ণকাণ্ড , শতমূলীর একক পর্ণকাণ্ড , আদার গ্রন্থিকাণ্ড , আলুর স্ফীতকন্দ প্রভৃতি পরিবর্তিত কাণ্ডগুলি সমসংস্থ অঙ্গ । আবার গােলাপ , জবা , কলসপত্রী প্রভৃতি গাছের সবুজ পল্লব পত্র , পেঁয়াজ -এর বাদামি শল্কপত্র , খেজুর , ফণীমনসা -র পত্রকন্টক প্রভৃতিও সমসংস্থ অঙ্গ ।