জীবন বিজ্ঞান

সালফার চক্র কী

সালফার চক্র কী

article The sulphur cycle
সালফার চক্র কী

অজৈব সালফেট থেকে সজীব বস্তু তার প্রয়ােজনীয় সালফার গ্রহণ করে । মৃত্তিকা এবং পাললিক শিলাই প্রকৃতপক্ষে সালফারের আধার । জ্বালানির দহনে কিছু সালফার বায়ুতে মিশে যায় যদিও এর পরিমাণ খুব সামান্য । পাললিক শিলায় অবাত অবস্থায় আয়রন সালফাইড হিসাবে সালফার সঞ্চিত থাকে । 

ব্যাকটেরিয়া এবং ছত্রাক কর্তৃক পচিত হলে জৈবনিক কাজের প্রয়ােজনীয় উপাদান হিসাবে সালফার নির্গত হয় । বাস্তুতন্ত্রের সালফার কিন্তু অজৈব সালফেট ( SO4 ) হিসাবে পাওয়া যায় । অবাত পদ্ধতিতেও অজৈব সালফেট ইশ্চেরিশিয়া ( Escherichia ) এবং এরােব্যাক্টর ( Aerobactor ) নামক ব্যাকটেরিয়া কর্তৃক বিজারিত হয়ে সালফার হিসেবে অথবা হাইড্রোজেন সালফাইডে ( H2 S ) পরিবর্তিত হয় । বেগিয়াটোয়া  নামক ব্যাকটেরিয়া কর্তৃক এই ( H2S ) জারিত হলে উপাদান সালফার পাওয়া যায় ।

সালফার চক্রের কেন্দ্র-চক্রটি কতকগুলি ব্যাকটেরিয়ার কাজকে আবর্তন করে । এই ব্যাকটিরিয়াগুলি ধারাবাহিক ( relay ) পদ্ধতিতে জারণ ও বিজারণ ক্রিয়া করে চক্রটিকে সম্পূর্ণ করে ।

error: Content is protected !!