ফসফরাস চক্র কী
ফসফরাস চক্র কী

ফসফরাস প্রােটোপ্লাজমের সর্বাপেক্ষা প্রয়ােজনীয় উপাদান । হিসেব করে দেখা গেছে যে , ফসফরাস যে অনুপাতে প্রকৃতিতে পাওয়া যায় তা অপেক্ষা জৈব পদার্থে ফসফরাসের অনুপাত অনেক বেশি ।
বাস্তুসংস্থানে উৎপাদনের পরিচালক উপাদান হিসাবে ফসফরাসের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ । ফসফরাস চক্র অতি সরল । প্রস্তরীভূত শিলাখণ্ডে ফসফরাস সঞ্চিত থাকে । ভূমিক্ষয় পদ্ধতিতে এই ফসফরাস ফসফেট হিসাবে বাস্তুতন্ত্রে নীত হয় । বেশির ভাগ ফসফেট কিন্তু সমুদ্রে জমা হয় । সামুদ্রিক প্রাণীর বিষ্ঠা এবং সামুদ্রিক মাছ কিছু পরিমাণে ফসফরাস চক্রে ফিরিয়ে দেয় । উদ্ভিদ অর্থোফসফেট আয়ন হিসাবে অজৈব ফসফেট গ্রহণ করে । এই অর্থোফসফেট অবস্থায় তা খাদকে চালিত হয় । মৃত্যুর পর উদ্ভিদ ও প্রাণী প্রােটোপ্লাজম ফসফেটাইজিং ব্যাকটিরিয়া কর্তৃক পচিত ( decomposed ) হলে দ্রবীভূত ফসফেট হিসাবে এটিকে পাওয়া যায় । প্রাণীর রেচন পদার্থ থেকেও সামান্য ফসফরাস চক্রে ফিরে আসে ।