জীবন বিজ্ঞান

জীব ভূ রাসায়নিক চক্র কাকে বলে

জীব ভূ রাসায়নিক চক্র কাকে বলে

প্রােটোপ্লাজমের প্রধানতম রাসায়নিক উপাদানগুলি জীবমণ্ডলে নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত পথে পরিবেশ থেকে জীবে এবং জীব থেকে পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় । বিভিন্ন রাসায়নিক উপাদানের এই চক্রগুলিকে জীব ভূ-রাসায়নিক চক্র বলে । জীবের এই সব উপাদান এবং যৌগের চক্রকে পুষ্টি চক্রও ( nutrient cycling ) বলে । 

কার্বন , নাইট্রোজেন , অক্সিজেন , ফসফরাস , সালফার প্রভৃতি প্রােটোপ্লাজমের বিভিন্ন উল্লেখযােগ্য মৌলিক উপাদান । উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে । প্রাণী ও উদ্ভিদ উভয়েই শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং বায়ুমণ্ডলে প্রায় শতকরা ৪০ ভাগ নাইট্রোজেন থাকা সত্ত্বেও প্রাণী ও উদ্ভিদ তা কখনও প্রত্যক্ষভাবে গ্রহণ করতে পারে না । উদ্ভিদ পরােক্ষভাবে মাটি থেকে নাইট্রেট , নাইট্রাইট এবং অ্যামােনিয়াম ঘটিত লবণ হিসাবে নাইট্রোজেন ও প্রাণী উদ্ভিদ থেকে এই নাইট্রোজেন গ্রহণ করে । বায়ুমণ্ডলে 0.03% কার্বন ডাই অক্সাইড , 20.60% অক্সিজেন , 77.17% নাইট্রোজেন আছে । উদ্ভিদ ও প্রাণী কর্তৃক এই সব উপাদান সর্বদা ব্যবহৃত হলেও বায়ুতে বা মাটিতে কখনও এদের ঘাটতি হয় না । প্রকৃতি এই ভারসাম্য রক্ষা করে জীব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে । 

প্রকৃতির রাসায়নিক চক্রগুলির মধ্যে ( 1 ) কার্বন চক্র ( carbon cycle ) , ( 2 ) নাইট্রোজেন চক্র ( nitrogen cycle ) , ( 3 ) অক্সিজেন চক্র ( oxygen cycle ) , ( 4 ) ফসফরাস চক্র ( phosphorus cycle ) , ( 5 ) সালফার চক্র ( sulphur cycle ) বিশেষ উল্লেখযােগ্য ।

error: Content is protected !!