জীবন বিজ্ঞান

খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য

খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য 

খাদ্যশৃঙ্খলখাদ্যজালের মধ্যে পার্থক্য গুলি হল一

খাদ্যশৃঙ্খল :

1. নীচের পুষ্টিস্তর থেকে সর্বোচ্চ পুষ্টিস্তর পর্যন্ত খাদ্যশক্তির শুধুই একমুখী প্রবাহ ঘটে । প্রবাহপথ সরল হয় । 

2. শক্তি ও পুষ্টি পদার্থের পরিবহন একটিমাত্র অনুক্রমিক খাদ্যশৃঙ্খলের মাধ্যমে সম্পন্ন হয় । 

3. খাদ্য – খাদকের সম্পর্কের ভিত্তিতে পুষ্টির বিভিন্ন স্তরে একটি করে খাদ্য ও খাদক থাকে ।

4. খাদ্যশৃঙ্খল জীববৈচিত্র্য কম হয় । বৈচিত্র্যপূর্ণ প্রজাতি যেমন কম , তেমনি প্রতিটি প্রজাতির জীবের সংখ্যাও কম হয় । 

5. বিভিন্ন খাদ্যস্তরে শক্তি সরবরাহে একবার বিঘ্ন ঘটলে এর কুপ্রভাব সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছায় এবং বাস্তুতন্ত্রের অস্তিত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে । 

6. বাস্তুতন্ত্রে কোনাে খাদ্যশৃঙ্খল প্রাকৃতিক নিয়মে একবার নষ্ট হলে অর্থাৎ পুষ্টি বা শক্তির জোগান বন্ধ হলে পুনরায় তা তৈরি হতে অথবা ভারসাম্য অবস্থায় আসতে দীর্ঘ সময় লাগে ।

খাদ্যজাল :

1. নীচের পুষ্টিস্তর থেকে ওপরের বিভিন্ন পুষ্টিস্তরে খাদ্যশক্তির বহুমুখী প্রবাহ ঘটে । প্রবাহপথ জটিল হয় । 

2. পুষ্টি পদার্থের পরিবহন আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্যশৃঙ্খলের মাধ্যমে সম্পন্ন হয় । পুষ্টির বিভিন্ন স্তরে আন্তঃসম্পর্ক যুক্ত একাধিক খাদ্য ও খাদক থাকে ।

3. জীববৈচিত্র্য বেশি হয় । অনেকগুলি প্রজাতির জীব একসঙ্গে বসবাস করে এবং প্রত্যেক প্রজাতির জীবের সংখ্যাও প্রচুর থাকে । 

4. অনেকগুলি খাদ্যশৃঙ্খল থাকায় খাদ্যশৃঙ্খল থাকায় কোনাে একটি খাদ্যশৃঙ্খলে শক্তি সরবরাহে বিঘ্ন ঘটলে বা বন্ধ হয়ে গেলে এর মন্দ প্রভাব শেষ স্তর পর্যন্ত পৌঁছায় না । 

5. বিকল্প পথে শক্তি বা পুষ্টি পদার্থের জোগান বজায় থাকে । তাই বাস্তুতন্ত্রের অস্তিত্ব বিপন্ন হয় না । 

6. শক্তির সরবরাহে বিঘ্ন ঘটলেও ছিন্ন খাদ্যজাল প্রকৃতিগতভাবে দ্রুত মেরামত হয়ে যায় ও দ্রুত ভারসাম্য লাভ করে ।

error: Content is protected !!