জীবন বিজ্ঞান

স্বভোজী ও পরভোজী বলতে কী বোঝ

স্বভোজী ও পরভোজী বলতে কী বোঝ

উৎপাদক বা স্বভােজী কাকে বলে 

বাস্তুতন্ত্রে ক্লোরােফিল যুক্ত উদ্ভিদ সূর্যালােক , জল , কার্বন ডাইঅক্সাইড প্রভৃতিকে কাজে লাগিয়ে সালােকসংশ্লেষের মাধ্যমে নিজেদের জন্য জটিল শর্করাজাতীয় খাদ্য তৈরি করে এবং কিছু ব্যাকটেরিয়া রাসায়নিক সংশ্লেষের মাধ্যমে নিজেদের প্রয়ােজনীয় খাদ্য তৈরি করতে পারে , এদের উৎপাদক বা স্বভােজী বলে । 

এরা হল সবুজ উদ্ভিদ , শৈবাল , উদ্ভিদ প্ল্যাঙ্কটন , কেমােসিন্থেটিক জীবাণু ইত্যাদি । এরা ট্রফিক স্তরের সবচেয়ে নীচের স্তরে থেকে উচ্চস্তরের প্রাণীদের প্রাণধারণের ভিত্তিরূপে কাজ করে । 

খাদক বা পরভােজী কাকে বলে 

বাস্তুতন্ত্রে যেসব জীব নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে না এবং খাদ্যের জন্য উৎপাদকের ওপর নির্ভর করে তাদের খাদক বা পরভােজী বলে । এই গােষ্ঠীতে আছে বৃহৎ খাদক ও অণুখাদক বা বিয়ােজক । 

তৃণভােজী ( হরিণ , গােরু প্রভৃতি ) , মাংসাশী ( বাঘ , সিংহ প্রভৃতি ) ও সর্বভুক ( ভালুক , মানুষ ইত্যাদি ) হল বৃহৎ খাদক এবং ব্যাকটেরিয়া , ছত্রাক ইত্যাদি হল অণুখাদক ও মৃতজীবী । বৃহৎ খাদকরা পাকস্থলীতে খাদ্য গ্রহণ করে কিন্তু অণুখাদকরা খাদ্যকে শােষণ করে । এদের পাকস্থলী নেই ।

error: Content is protected !!