ইকোটোন কাকে বলে

ইকোটোন কাকে বলে

একটি বায়ােমের মধ্যে অনেক ছােটো বড়াে বাস্তুতন্ত্র থাকলেও ঐ কোনাে বাস্তুতন্ত্রের সুস্পষ্ট কোনো সীমারেখা বা বিভাজন রেখা থাকে না । এরফলে পাশাপাশি দুটি বাস্তুতন্ত্র একটি সংকীর্ণ স্থানে মিশে গিয়ে  ঐ অন্তবর্তী অঞ্চলে যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে ইকোটোন বলে । দুটি বাস্তুতন্ত্রের জীবগােষ্ঠী এখানে মিশে যায় । 

উদাহরণ : পার্কল্যান্ড সাভানা , যেখানে ক্রান্তীয় অরণ্য ও সাভানা তৃণভূমির মিলন ঘটেছে । 

ইকোটোন এর বৈশিষ্ট্য

1. দুই বা ততােধিক উদ্ভিদ প্রজাতি দেখা যায় । 

2. উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য বা জীববৈচিত্র্য সবচেয়ে বেশি হয় ।  

3. উভয় বাস্তুতন্ত্রের প্রাণী সম্প্রদায়ের খাদ্য সংগ্রহের এলাকায় পর্যবসিত হয় ।

error: Content is protected !!