লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র
লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র

1942 খ্রিস্টাব্দে জি. লিন্ডেম্যান ক্রমােচ্চ পুষ্টিস্তরে শক্তিপ্রবাহের ধরন বােঝাতে দশ শতাংশের সূত্রটি উল্লেখ করেন । এই সূত্র অনুযায়ী তিনি বলেন যে , কোনাে খাদ্যশৃঙ্খলের প্রতিটি পুষ্টিস্তরে শক্তির 90 শতাংশ শ্বসন , রেচন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজে খরচ হয় এবং বাকি 10 শতাংশ পরবর্তী পুষ্টিস্তরে স্থানান্তরিত হয় । দশ শতাংশ হারে শক্তির স্থানান্তর হয় বলে একে লিন্ডেম্যান 10 শতাংশের সূত্র আখ্যা দিয়েছেন ।
উদাহরণ : ( উদ্ভিদ ) উৎপাদক 1000 ক্যালােরি ➡ ( হরিণ ) প্রাথমিক খাদক 100 ক্যালােরি ➡ ( বাঘ ) গৌণ খাদক 10 ক্যালােরি
বাস্তুতন্ত্রে খাদ্যশৃঙ্খলের প্রথম দিক থেকে যত শেষের দিকে যাওয়া যায় , শক্তির পরিমাণ তত কমতে থাকে । বিজ্ঞানী লিন্ডেম্যান দশ শতাংশ সূত্রের সাহায্যে শক্তির এই প্রবাহকে ব্যাখ্যা করেছেন , তার মতে , এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে শক্তির স্থানান্তরণের সময় , পরবর্তী পুষ্টিস্তরের অর্জিত শক্তির 90% তাপশক্তিরূপে ব্যয়িত হয় মাত্র 10% শক্তি দেহগঠনে ব্যবহৃত হয় অর্থাৎ কোনাে প্রথম শ্রেণির খাদক যদি 100kg উৎপাদককে খাদ্যরূপে গ্রহণ করে , তাহলে 10 কেজি ওই প্রথম শ্রেণির খাদকের দেহগঠনে ব্যবহৃত হয় । আবার কোনাে দ্বিতীয় শ্রেণির খাদক প্রথম শ্রেণির খাদকের 10 কেজি পরিমাণ দেহের অংশ খাদ্যরূপে গ্রহণ করলে 1kg ওই দ্বিতীয় শ্রেণির খাদকের দেহগঠনে ব্যবহৃত হয় ।
বৈশিষ্ট্য :
( 1 ) শক্তির প্রবহণ সর্বদা একমুখী ।
( 2 ) উৎপাদক যে শক্তি আত্তীকরণ করে সেই শক্তি কখনও আবার সৌরশক্তি হিসাবে ফিরতে পারে না । একইভাবে উৎপাদক থেকে শক্তি যখন শাকাশী প্রাণীতে ( ১ ম খাদক ) যায় , সেই শক্তি উৎপাদকে ফিরতে পারে না । এভাবে শক্তি তার পূর্বের খাদ্যস্তরে ফিরতে পারে না ।
( 3 ) এই শক্তির একমুখী প্রবহণ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে যদি প্রাথমিক উৎস অর্থাৎ সৌরশক্তি সম্পূর্ণ বন্ধ করা যায় ।
( 4 ) প্রতি স্তরে শক্তির পরিমাণ হ্রাস পাবে কারণ কিছু শক্তি অব্যবহৃতভাবে নষ্ট হয় । কিছু শক্তি শ্বসনে ও রেচনে নষ্ট হয় ।