বিয়োজক কাকে বলে

বিয়োজক কাকে বলে

যেসব অণুখাদক ( আণুবীক্ষণিক ব্যাকটেরিয়া , ছত্রাক প্রভৃতি ) তাদের শরীরের এনজাইমকে মৃত উদ্ভিদ ও  জীবদেহের ওপর ঢেলে  পচিয়ে দেয় এবং মৃত জীবদেহের কলায় অবস্থিত জটিল যৌগগুলিকে ভেঙে কিছুটা নিজেদের পুষ্টির জন্য শোষণ করে ও বাকি অংশকে সরল যৌগে ( লবণ , জৈব বা অজৈব পদার্থ ) পরিণত করে প্রকৃতিতে ফিরিয়ে দেয় তাদেরকে বিয়ােজক বা মৃতজীবী বলা হয় ।

বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা

বাস্তুতন্ত্রে বিয়ােজকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । এরা হল পুষ্টিস্তরের সর্বোচ্চ খাদক । এরা মৃতজীবী । এরা শরীরের এনজাইমকে মৃত জীবদেহের ওপর ঢেলে তাদেরকে পচিয়ে দেয় এবং মৃত জীবদেহের কলায় অবস্থিত জটিল যৌগগুলিকে ভেঙে কিছুটা নিজেদের পুষ্টির জন্য শােষণ করে ও বাকি অংশটিকে সরল উপাদানে ( যেমন — লবণ , মিথেন , অ্যামাইনাে অ্যাসিড , শর্করা , ফ্যাট ইত্যাদি ) পরিণত করে প্রকৃতিতে ফিরিয়ে দেয় । উদ্ভিদ এই সরল উপাদানকে মাটি থেকে গ্রহণ করে । জটিল যৌগগুলিকে সরল যৌগে রূপান্তরিত করে বলে বিয়ােজকদের পরিবর্তক বলা হয় । 

error: Content is protected !!