ইকোলজিক্যাল নিচ বলতে কী বােঝায়

ইকোলজিক্যাল নিচ বলতে কী বােঝায়

উৎপাদক স্তর অর্থাৎ প্রথম পুষ্টিস্তর ছাড়া খাদক ও বিয়ােজকরা খাদ্য-খাদক সম্পর্ক অনুযায়ী এক-একটি ট্রফিক স্তরে অবস্থান করে নিজস্ব ট্রফিক স্তরের মধ্যে কতকগুলি নির্দিষ্ট এলাকা থেকে খাদ্য সংগ্রহ করে অর্থাৎ নির্দিষ্ট কিছু প্রাণী বা খাদ্যবস্তুকে পুষ্টি সংগ্রহের জন্য বেছে নেয় । কোনাে প্রাণীর পুষ্টিলাভের নির্দিষ্ট এলাকাকে ওই প্রাণীর ইকোলজিক্যাল নিচ বলা হয় । 

বৈশিষ্ট্য : নীচের পুষ্টিস্তরের ইকোলজিক্যাল নিচ ছােটো হয় । যেমন — মৌমাছিরা কেবল ফুল থেকে মধু সংগ্রহ করে । ওপরের ট্রফিক স্তরের এধরনের এলাকা বড়াে হয় । যেমন — বাঘ বা সিংহ হরিণ , জেব্রা , বুনোশুয়াের ইত্যাদি প্রাণী থেকে পুষ্টি সংগ্রহ করে ।

error: Content is protected !!