জীবন বিজ্ঞানভূগোল

উৎপাদক ও বিয়োজকের পার্থক্য

উৎপাদক ও বিয়োজকের পার্থক্য

উৎপাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্যগুলি হল 一

উৎপাদক :

i. উৎপাদক স্বভােজী শ্রেণির ।

ii. সূর্য থেকে এরা সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় পুষ্টি গ্রহণের মাধ্যমে শক্তি সঞ্চয় করে ও দেহে তা আবদ্ধ করে । 

iii. ক্লোরােফিল থাকায় এরা খাদ্য তৈরি করতে পারে । 

iv. পুষ্টি স্তরের সবচেয়ে নীচে এরা থাকে । 

v. মাটি থেকে পুষ্টি মৌল সংগ্রহ করে পাতায় রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে এরা খাদ্য সংশ্লেষ করে ।

বিয়ােজক :

i. বিয়ােজকরা মৃতজীবী শ্রেণির । 

ii. মৃত জৈব পদার্থ থেকে পুষ্টি সংগ্রহের মাধ্যমে এদের দেহে শক্তির সঞ্চার ঘটে । 

iii. খাদ্যের জন্য এরা সর্বদা মৃতজীবীদের উপর নির্ভরশীল । 

iv. পুষ্টি স্তরের সর্বোচ্চ স্তরে এরা অবস্থান করে । 

v. পচন ক্রিয়ার মাধ্যমে জীবদেহের জটিল যৌগগুলিকে পৃথক পৃথক ভাবে সরল উপাদানে রূপান্তরিত করে মাটিতে ফিরিয়ে দেয় ।

error: Content is protected !!