জীবন বিজ্ঞানভূগোল

উৎপাদক ও খাদকের পার্থক্য

উৎপাদক ও খাদকের পার্থক্য

উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্যগুলি হল 一

উৎপাদক :

i. উৎপাদক বা স্বভােজীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে ও গ্রহণ করে । 

ii. সবুজ উদ্ভিদের সংখ্যা খাদক প্রাণীদের তুলনায় বহুগুণ বেশি । 

iii. উৎপাদকরা সালােকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করতে পারে । এরা পরিবেশে অক্সিজেন জোগান দেয় । 

iv. এরা সৌরশক্তিকে সরাসরি কাজে লাগাতে পারে ও দেহে আবদ্ধ করে । 

v. এদের শরীরে ক্লোরােফিল আছে ( কয়েকটি ব্যাকটিরিয়া বাদে ) ।

vi. পৃথিবীর মােট জীবভরের ( Biomass ) সিংহভাগ উদ্ভিদমণ্ডল বা উৎপাদক অধিকার করে রয়েছে । 

vii. ভাসমান উদ্ভিদ ও ফাইটো প্ল‍্যাঙ্কটন ছাড়া সমস্ত স্বভােজী স্ব-স্থানিক ।

খাদক :

i. খাদক প্রাণীরা পরভােজী শ্রেণির , এরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে না । উদ্ভিদ ও অন্যান্য প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে । 

ii. উৎপাদক সবুজ উদ্ভিদের তুলনায় খাদক প্রাণীর সংখ্যা যথেষ্ট কম । 

iii. খাদক প্রাণীরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও CO2 ত্যাগ করে । 

iv. এরা সৌরশক্তিকে নিজেদের দেহে আবদ্ধ করতে পারে । উৎপাদক থেকে শক্তি লাভ করে । 

v. এদের শরীরে কোনাে ক্লোরােফিল নেই । 

vi. জীবভরের অতি নগণ্য অংশ খাদক প্রাণী অধিকার করে রয়েছে । 

vii. খাদক গােষ্ঠী বিচরণ করে , তাই এরা অস্থানিক অর্থাৎ  চলমান ।

error: Content is protected !!