শক্তি প্রবাহ কাকে বলে

শক্তি প্রবাহ কাকে বলে

বাস্তুতন্ত্রে শক্তির একমাত্র উৎস হল সূর্যালােক । সবুজ উদ্ভিদ ক্লোরােফিলের মাধ্যমে এই শক্তিকে রাসায়নিক শক্তিরূপে নিজেদের দেহে ধরে রাখে । এরপর ওই শক্তি নিয়মমাফিক ক্রম হ্রাসমান হারে উদ্ভিদ বা উৎপাদক থেকে প্রাথমিক খাদক , গৌণ খাদক , প্রগৌণ খাদক ও সবশেষে বিয়ােজক স্তরে খাদ্য-খাদক সম্পর্কের মাধ্যমে স্থানান্তরিত হয় । একে বলা হয় শক্তি প্রবাহ । বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ সর্বদা একমুখী ।

বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্য

বাস্তুতন্ত্রে রূপান্তরিত সৌরশক্তির উৎপাদক থেকে বিভিন্ন খাদকের দেহে স্থানান্তরিত হওয়াকে শক্তি প্রবাহ বলে । এরূপ শক্তি প্রবাহের বৈশিষ্ট্যগুলি হল— 

i. উৎপাদক স্তরে সবুজ উদ্ভিদ সর্বপ্রথম সৌরশক্তিকে নিজেদের দেহে রাসায়নিক শক্তিরূপে সঞ্চয় করে । তারপর ওই সঞ্চিত শক্তি বিভিন্ন খাদক স্তরে ছড়িয়ে পড়ে । 

ii. বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী । শক্তির প্রবাহ সর্বদা উৎপাদক স্তর থেকে গৌণ স্তর ও গৌণ স্তর থেকে প্রগৌণ স্তরে প্রবাহিত হবে । 

iii. উৎপাদক স্তর থেকে প্রগৌণ স্তর পর্যন্ত প্রতিটি স্তরে শক্তির স্থানান্তরের সময় শক্তির জোগান 10 শতাংশ হারে কমতে থাকে । শক্তি প্রবাহের ক্রম হ্রাসমান হারটি দশ শতাংশের সূত্র নামে পরিচিত । 

iv. বাস্তুতন্ত্রে শক্তির রূপান্তর ঘটে , কিন্তু একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না । এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে অনুসরণ করে । যেমন — সালােকসংশ্লেষের মাধ্যমে সৌরশক্তি খাদ্যশক্তিতে রূপান্তরিত হয় । এরপর বাস্তুতন্ত্রে এই শক্তি প্রবাহিত হয় অথবা প্রাণীদেহে সঞ্চিত হয় অথবা বাস্তুতন্ত্র থেকে বেরিয়ে যায় ।

v. তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে ট্রফিক স্তরে কোনাে শক্তিরই 100 ভাগ রূপান্তর সম্ভব নয় । রূপান্তরের সময় তাপ হিসেবে কিছু শক্তির ক্ষয় হয় । 

vi. বাস্তুতন্ত্রে কোনাে শক্তির আবর্তন হয় না । একমুখী প্রবাহে এটি বাস্তুতন্ত্র থেকে বেরিয়ে যায় । আর ফিরে আসে না ।

বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী কেন

বাস্তুতন্ত্রে শক্তির উৎসরূপে একমাত্র সৌরশক্তি প্রথমে উৎপাদকের দেহে আবদ্ধ হয় । উৎপাদক থেকে ওই শক্তি বিভিন্ন পুষ্টিস্তরের খাদক প্রাণীর মধ্যে ক্রমহ্রাসমান হারে স্থানান্তরিত হয় । অবশেষে সর্বশেষ স্তর থেকে অবশিষ্ট শক্তি বেরিয়ে যায় ও মিলিয়ে যায় । ওই শক্তি কখনােই প্রাথমিক অবস্থায় ফিরে আসে না । তাই বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহের অভিমুখ একদিকে ।  

error: Content is protected !!