বায়োম কাকে বলে
বায়োম কাকে বলে
পৃথিবীর কোনাে সুবৃহৎ অঞ্চলের জলবায়ু , মাটি ও রাসায়নিক উপাদান অথবা অজৈব বস্তুর সঙ্গে সেই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়ের মিথস্ক্রিয়ার ফলে স্থলভাগ অথবা জলভাগে যে সুনির্দিষ্ট ও বিশালায়তন বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে জীবভূমি বা বায়ােম বলে ।
বায়ােমকে স্থলভাগের বায়ােম ( তুন্দ্রা বায়ােম , সাভানা বায়ােম ইত্যাদি ) ও জলভাগের বায়ােমে ( স্বাদু জলের বায়ােম , সামুদ্রিক বা লবণাক্ত জলের বায়ােম ) ভাগ করা যায় ।
বায়োমের বৈশিষ্ট্য
যে-কোনাে বায়ােমে উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি হয় ।