জীবন বিজ্ঞান

দ্বিনিষেক কাকে বলে

দ্বিনিষেক কাকে বলে 

পরাগনালি ভ্রূণস্থলীতে প্রবেশ করার পর পরাগনালির অগ্রভাগ ফেটে জনন নিউক্লিয়াস দুটি নির্গত হয় । একটি জনন নিউক্লিয়াস ডিম্বাণুর ( Egg ) সঙ্গে মিলিত হয়ে জাইগােট ( Zygote ) সৃষ্টি করে । দ্বিতীয় জনন নিউক্লিয়াস মধ্যভাগে অবস্থিত নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনিটিভ নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে টিপ্লয়েড ( 3n ) সস্য নিউক্লিয়াস ( Endosperm nucleus ) গঠন করে । এইভাবে গর্ভাশয়ে একই সঙ্গে দুটি নিষেক ঘটবার পদ্ধতিকে দ্বিনিষেক ( Double fertilization ) বলে । সব সপুষ্পক উদ্ভিদে দ্বিনিষেক ঘটে ।

error: Content is protected !!