জীবন বিজ্ঞানভূগোল

জীবমণ্ডল বা ইকোস্ফিয়ার কাকে বলে

জীবমণ্ডল বা ইকোস্ফিয়ার কাকে বলে

পৃথিবীর বারিমন্ডল ও বায়ুমণ্ডল এবং ভূত্বকের যে অংশে প্রাণধারণের উপযােগী পরিবেশে জীবের অস্তিত্ব লক্ষ করা যায় তাকে জীবমণ্ডল বা ইকোস্ফিয়ার বলে । 

প্রাকৃতিক পরিবেশের মুখ্য উপাদান — শিলামণ্ডল , বারিমণ্ডল ও বায়ুমণ্ডলের সর্বত্র জীবের অস্তিত্ব লক্ষ করা যায় না । পরিবেশের এই ত্রিস্তরীয় গঠনের যে-অংশে জীব প্রতিপালনের উপযােগী পরিবেশ সৃষ্টি হয়েছে , কেবলমাত্র সেই ক্ষেত্রেই জীবের বসবাস সম্ভব হয়েছে । শিলামণ্ডলের গভীরতম স্থানে কিংবা বায়ুমণ্ডলের বহু ঊর্ধ্বে বা সমুদ্রের গভীরতম অংশে জীব বসবাস করে না । জীবমণ্ডল পৃথিবীপৃষ্ঠকে একটি পাতলা স্তরে বেষ্টন করে আছে । এটি জীব ও জীবনের ধারক ও বাহক । জে. টিভি ( J. Tivy ) বলেছেন – জীবমণ্ডল একটি সামগ্রিক এলাকা । পৃথিবীর জল , মাটি , বাতাস — যেখানেই প্রাণের অস্তিত্ব আছে , তা জীবমণ্ডলের অন্তর্গত ।

error: Content is protected !!