জীবন বিজ্ঞান

বায়ু পরাগী ফুল ও পতঙ্গ পরাগী ফুলের পার্থক্য

বায়ু পরাগী ফুল ও পতঙ্গ পরাগী ফুলের পার্থক্য

বায়ু পরাগী ফুল পতঙ্গ পরাগী ফুলের মধ্যে পার্থক্য গুলি হল―

পতঙ্গ পরাগী ফুল :

i. ফুলগুলি সাধারণত উজ্জ্বল বর্ণের হয় এবং বড়াে আকৃতির হয় । 

ii. ফুলে মধু বা সুগন্ধ বা দুটিই বর্তমান । 

iii. রেণুর সংখ্যা অপেক্ষাকৃত কম । পরাগধানী ফুলের ভিতরে থাকে । 

iv. পরাগরেণু অপেক্ষাকৃত বড়ো , আঠালাে এবং খসখসে হয় , যা সহজেই পতঙ্গের গায়ে আটকে যায় । 

v. গর্ভমুন্ড সাধারণত ক্ষুদ্রাকৃতি , আঠালাে এবং খসখসে হয় । ফুলের ভিতরে প্রবিষ্ট থাকে ।

বায়ু পরাগী ফুল :

i. ফুলগুলি সাধারণত ক্ষুদ্র ও বর্ণহীন হয় । অনেক সময় বৃত্যাংশ , দলাংশ পৃথক করা যায় না বা সম্পূর্ণ অনুপস্থিত । 

ii. ফুলে মধু বা সুগন্ধ কোনােটিই থাকে না । 

iii. রেণু অসংখ্য । পরাগধানী ফুলের বাইরে বেরিয়ে থাকে । 

iv. পরাগরেণুগুলি ক্ষুদ্র , হালকা এবং শুষ্ক প্রকৃতির হওয়ায় সহজেই বাতাসে ভেসে বাহিত হতে পারে । 

v. গর্ভমুন্ড বৃহৎ ও পক্ষল শাখাযুক্ত বা রােমশ হয় ।

error: Content is protected !!